ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেলফ ড্রাইভিং সাইকেল!

প্রকাশিত: ০৫:৫৭, ২১ জুলাই ২০১৬

সেলফ ড্রাইভিং সাইকেল!

সেলফ ড্রাইভিং কার মোটামুটি অনেকদিনই হলো বাজারে এসেছে। তবে সেলফ ড্রাইভিং কার নিয়ে এখনও গবেষণা চলছে। আর এরই মধ্যে চলে এলো সেলফ ড্রাইভিং সাইকেল। কষ্ট হবে না, শুধু সাইকেলে উঠে পড়লেই হলো। এটি এর চালককে সোজা গন্তব্যস্থলে নিয়ে যাবে। এই সাইকেলে আছে নেভিগেশন সিস্টেম। এতে শুধু চড়ে বসতে হয়। আর সেট করে দিতে হবে গন্তব্যস্থল। ব্যাস এইটুকুই যথেষ্ট। এ ক্ষেত্রে হ্যান্ডেল ঘোড়াতে হবে না, বাজাতে হবে না বেল। সামনে ট্রাম, ট্রেন যাই আসুক না কেন, আপনা থেকেই দাঁড়িয়ে যাবে এই সাইকেল। এ সমস্ত হবে সেন্সরের সাহায্যে। সাইকেলের সামনে আছে ক্যামেরা। যা ব্যবহার করা হচ্ছে চোখের মতো। এই সাইকেলগুলোকে পার্ক করে রাখার জন্য স্ট্যান্ড দরকার হবে না। স্ট্যান্ড ছাড়াই দাঁড়ায় এই সাইকেল। তবে বলা চলে, এখনও বাজারে আসেনি এই সাইকেল। দু’ চাকার এই যান বর্তমানে পাওয়া যাচ্ছে শুধু নেদারল্যান্ডসে। এখানকার অধিকাংশ মানুষ সাইকেল ব্যবহার করেন। তাই এই সিদ্ধান্ত। সমীক্ষা বলছে, এখানে প্রত্যেকটি লোক বছরে ৯০০ কিলোমিটার সাইকেল চালান। -ম্যাশএবল
×