ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জোড়া খুন

খুলনায় দশ চরমপন্থীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৫৬, ২১ জুলাই ২০১৬

খুলনায় দশ চরমপন্থীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার রূপসা উপজেলার চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত শোয়েব ঢালী ও তার চাচাত ভাই আতিয়ার ঢালী হত্যা মামলায় ১০ চরমপন্থীর যাবজ্জীবন কারাদ- এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোঃ আল মামুন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ৩ চরমপন্থী আসামি ইতোমধ্যে মারা গেছে। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত আসামি এসকেন মোল্লা, আবদুর রহিম মোল্লা, কাওছার শেখ, সোবহান ও মনিরুল মোল্লা আদালতে উপস্থিত ছিল। পলাতক রয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) আঞ্চলিক নেতা হারুন শেখ ও মিজান শেখ। এ ছাড়া সাজাপ্রাপ্তদের মধ্যে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) খুলনা বিভাগীয় প্রধান আবদুর রশীদ, চরমপন্থী ক্যাডার মোঃ সাঈদ ওরফে কালা সাঈদ ও মোকাইল মোল্লা ইতোমধ্যে মারা গেছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩১ আসামিকে খালাস দেয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামে সন্ত্রাসীরা শোয়েব ঢালী ও চাচাত ভাই আতিয়ার ঢালীকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় শোয়েব ঢালীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আনিসুর রহমান ২০০৩ সালের ১৭ মে ৪১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিভিন্ন কার্যদিবসে ৪৫ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার রায় দিয়েছে।
×