ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অসমীয় টিম আসছে

সিরাজগঞ্জের দুর্গম চরে ভারতীয় বন্যহাতি, মানুষ আতঙ্কে

প্রকাশিত: ০৫:৫৫, ২১ জুলাই ২০১৬

সিরাজগঞ্জের দুর্গম চরে ভারতীয় বন্যহাতি, মানুষ আতঙ্কে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বানের পানিতে ভেসে আসা একটি ভারতীয় বন্যহাতি নিয়ে প্রশাসন এখন বিচলিত। এই হাতির আকস্মিক আগমনে আতঙ্কিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের এক দুর্গম চরের মানুষ। ‘অথিথি’ বন্যহাতিটি বুধবার জেলার কাজীপুর উপজেলার দুর্গম চর খাসরাজবাড়ি ইউনিয়নে অবস্থান করছিল। এর আগের দিন সে ছিল স্থানীয় মনসুরনগর ইউনিয়নে। চরবাসীর আতঙ্কিত হওয়ারই কথা! চারদিকে শুধু পানি আর পানি, মাঝখানে একখ- জেগে ওঠা ভূমিতে (চরে) হাতিটি অবস্থান করছে। তবে ওই চরে ঘন জনবসতি না থাকলেও হাতিটি এখন স্থানীয় জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত। তবে পুলিশ ও পশু সম্পদ বিভাগ প্রতিনিয়ত হাতির গতিবিধির ওপর নজরদারি করছে। এ বিষয়ে বন বিভাগকে অবহিত করা হলেও গত ২৪ ঘণ্টায় তারা কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে। ভারতের অসম হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের তিনটি জেলার বিভিন্ন নদ-নদীতে প্রায় একমাস ধরে সাঁতার কেটেছে হাতিটি। মাঝে মাঝে ব্রহ্মপুত্রের চরগুলোতেও আশ্রয় নিয়েছে এটি। এদিকে, এই হাতি উদ্ধারে ভারতের তিন সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। অসম রাজ্য থেকে হাতিটি ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে ভেসে এসেছে। মধ্যঅসমের কোন জঙ্গল থেকে হাতিটি হয়ত ব্রহ্মপুত্র নদে নেমেছিল। তারপর পানির প্রবল তোড়ে ভেসে ভেসে গোয়াহাটি, ধুবড়ি প্রভৃতি জেলা দিয়ে গিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে যমুনার পানিতে ভাসতে ভাসতে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া হয়ে সিরাজগঞ্জের কাজীপুরে অবস্থান করছে। ভারতীয় এই বন্যহাতি যমুনার দুর্গম চর কাজীপুরের খাসরাজবাড়ি এলাকার মানুষ বিশালাকার হাতি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। কাজীপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জনকণ্ঠকে এই ভীতিকর পরিস্থিতির কথা জানান। সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদও বন বিভাগকে বন্যহাতির বিষয়টি অবহিত করেছেন বলে বানা গেছে।
×