ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৯ জন রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫৫, ২১ জুলাই ২০১৬

নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৯ জন রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ জামায়াত-শিবির নেতা-কর্মী সন্দেহে গ্রেফতার ১৯ জনকে নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রাজধানীর খিলগাঁও থানার এসআই মোঃ মনিবুর রহমান সুজন আসামিদের দশ দিন করে রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃতরা হলেন, খিলগাঁও থানা শিবিরের সভাপতি মোঃ মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, একই থানার আইডিয়াল স্কুল ওয়ার্ড শিবির সভাপতি মোঃ মনির হোসেন, একই থানার ফয়জুর রহমান আইডিয়াল স্কুল ওয়ার্ড শিবির সভাপতি আলাউদ্দিন খলিফা, খিলগাঁও থানা শিবির সদস্য ফয়সাল হোসেন, শিবির কর্মী সুমন মিয়া, মনিরুল ইসলাম, কাউসার আহম্মেদ, রবিউল ইসলাম, আফসার আলী, রাসেল রানা, শেখ সাইফুল্লাহ, মনিরুল ইসলাম, মোঃ ইসমাইল, মোঃ কামরুজ্জামান, হাবিবুর রহমান ফাহিম, মোঃ রোমন মোল্লা, মোঃ ইসমাইল হোসাইন ও মোঃ শাহ আলম।
×