ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদী গোষ্ঠীকে পিপীলিকা থেকে দানবে রূপান্তর করা হয়েছে ॥ ইমরান

প্রকাশিত: ০৫:৫৫, ২১ জুলাই ২০১৬

জঙ্গীবাদী গোষ্ঠীকে পিপীলিকা থেকে দানবে রূপান্তর করা হয়েছে ॥ ইমরান

স্টাফ রিপোর্টার ॥ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার বলেছেন, একের পর এক লেখক-প্রকাশক, ছাত্র-শিক্ষক, ইমাম-পুরোহিতকে হত্যা করার পর খুনীরা যখন দেখল তাদের বাধা দেয়া হচ্ছে না, তখন তারা আরও বেপরোয়া হয়ে উঠল। কূটনৈতিক এলাকার নিñিদ্র নিরাপত্তার মধ্যেও তারা গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় দেশী-বিদেশী ২০ জন মানুষকে নির্মমভাবে জবাই করে হত্যা করল। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত শোলাকিয়ায় তারা জঙ্গী হামলা চালাল। গুলশানে হামলার সময় আমরা এতটা হতশ্রী অবস্থায় ছিলাম যে আঘাত আসার পর ১১ ঘণ্টা লেগেছে অপারেশন শুরু করতে অথচ আত্মঘাতী হামলাকারীরা কয়েক ঘণ্টার মধ্যেই সবাইকে জবাই করে হত্যা করে ফেলেছে। কেন্দ্রীয় কর্মসূচীতে অংশ নিয়ে ইমরান এইচ সরকার এসব কথা বলেন। বুধবার বিকেলে সারাদেশে জঙ্গী ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে সারাদেশে গণজাগরণ মঞ্চের আহ্বানে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইমরান বলেন, এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। এই পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, উগ্রবাদীরা এখন আগের মতো আড়ালে আবডালে না থেকে প্রকাশ্যে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কোন কিছুরই তারা আর তোয়াক্কা করছে না। বর্তমান পরিস্থিতির জন্য শাসনব্যবস্থাকে দায়ী করে ইমরান এইচ সরকার বলেন, একটা পিপীলিকা থেকে জঙ্গীবাদী গোষ্ঠীকে দানবে পরিণত করেছে আমাদের শাসন ব্যবস্থা, আমাদের রাষ্ট্র এবং আমাদের রাজনৈতিক দলগুলো। তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা থাকলেও অন্তরে, কিংবা শাসনব্যবস্থায় তা নেই। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে আজকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। মুক্তিযুদ্ধ থেকে আমরা এতটাই বিচ্যুত হয়েছি যে, মৌলবাদী গোষ্ঠী তাদের একাত্তর-পূর্ববর্তী চিন্তা-চেতনা নির্বিঘেœ বাস্তবায়ন করতে শুরু করেছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি বলেই মৌলবাদীরা আজকে রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে চেপে বসেছে। সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে ফিরে আসে।
×