ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাত মামলায় তিন ব্যাংকার গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৯, ২১ জুলাই ২০১৬

অর্থ আত্মসাত মামলায় তিন ব্যাংকার গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ অর্থ আত্মসাতের পৃথক মামলায় তিন ব্যাংকারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য গ্রেফতারের বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া তিন ব্যাংক কর্মকর্তা হলেন জনতা ব্যাংকের উত্তর খান শাখার সাবেক ব্যবস্থাপক মোজাহার আলী, ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের (বর্তমানে আইসিবি ইসলামী লি.) কাওরান বাজার শাখার সাবেক জুনিয়র এ্যাসিস্ট্যান্ট অফিসার জি এম হুমায়ুন কবির এবং একই ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ অফিসার আশফাকুল হাকিম। দুদক সূত্র জানায়, ৫ লাখ ৫৯ হাজার ২৫৯ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে জনতা ব্যাংক কর্তৃপক্ষ মোজাহার আলীর বিরুদ্ধে উত্তর খান থানায় একটি মামলা করে। মামলা নং- ১১। মামলাটি তদন্ত করছে দুদক। তদন্তের প্রয়োজনে বুধবার দুপুরে মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক মানসী বিশ্বাস তাকে গ্রেফতার করেন। ওরিয়েন্টাল ব্যাংকের কাওরান বাজার শাখা থেকে এক কোটি ৮৪ লাখ ২২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন ব্যাংকটির সাবেক দুই কর্মকর্তা। দুদকের উপ-পরিচালক উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম তাদের গ্রেফতার করেন। জি এম হুমায়ুন কবিরকে পল্লবী ও আশফাকুল হাকিমকে তল্লাবাগ থেকে গ্রেফতার করা হয়।
×