ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোশারফের সব সম্পদ বাজেয়াফতের নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৬, ২১ জুলাই ২০১৬

মোশারফের সব সম্পদ বাজেয়াফতের নির্দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশারফের সকল সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। মোশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার শুনানির সময় তার অনুপস্থিতিতেই রাজধানী ইসলামাবাদের বিশেষ আদালতের তিন বিচারকের বেঞ্চ এ নির্দেশ দেয়। খবর ডন অনলাইনের। মোশারফের ব্যাংক এ্যাকাউন্ট জব্দ ও সমস্ত সম্পদ বাজেয়াফত করার আদেশ দিয়েছে আদালত। মোশারফ আত্মসমর্পণ করা কিংবা আটক না হওয়া পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন বেঞ্চের সভাপতি বিচারপতি মাজহার আলম মিয়ানখেল। তিনি বলেন, আইন অনুযায়ী, এ ধরনের মামলা আসামির অনুপস্থিতিতে চলতে পারে না। মোশারফের আইনজীবী আদালতকে জানিয়েছেন, তার মক্কেল অসুস্থ এবং তার পক্ষে আদালতে হাজিরা দেয়া সম্ভব নয়। গত মার্চ মাসে মোশারফ চিকিৎসার জন্য দুবাই গেছেন। দেশের শীর্ষ আদালত তার ওপর থেকে ভ্রমণনিষেধাজ্ঞা তুলে নিলে তিনি দুবাই যান। মোশারফের বিরুদ্ধে দেশদ্রোহসহ ১৯৯৯ সালে সেনাপ্রধান হিসেবে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল সংক্রান্ত অন্যান্য অভিযোগ আছে। ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো হত্যা মামলা এবং ইসলামাবাদে সেনা অভিযান চালিয়ে এক ইমাম হত্যার মামলাও আছে তার বিরুদ্ধে।
×