ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমেকে রোগীর মৃত্যু নিয়ে হাতাহাতি ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:৩৮, ২১ জুলাই ২০১৬

রমেকে রোগীর মৃত্যু নিয়ে হাতাহাতি ॥ সড়ক অবরোধ

সংবাদদাতা, রংপুর, ২০ জুলাই ॥ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে নগরীর শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোগীর স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা। অপরদিকে মিথ্যা অভিযোগে চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে চিকিৎসকরা। পুলিশ জানায়, শহরের গণেশপুর বকুলতলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মন্টু মিয়া ঢাকা থেকে রংপুর আসার পথে মঙ্গলবার রাতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হলে প্রথমে তাকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হলে বুধবার ভোরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান । নিহত মন্টুর ছেলে সানি অভিযোগ করে বলেন, তার বাবাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সময়মতো চিকিৎসা না দেয়া এবং চিকিৎসক ভুল চিকিৎসা দেয়ার কারণে তার বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানালে তাদের সাথে চিকিৎসক ও নার্সদের বাকবিত-া এবং হাতাহাতি হয়। একপর্যায়ে চিকিৎসকরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ একেএম নূর উন নবী লাইজু জানান, মুমূর্ষু অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়েছে। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু রোগীর মৃত্যু হলে স্বজনরা কোন কারণ ছাড়াই চিকিৎসকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং হাসপাতাল ভাংচুর করে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময় দিয়েছি। এই সময়ের মধ্যে চিকিৎসক লাঞ্ছনাকারীদের গ্রেফতার করা না হলে তারা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলেও তিনি জানান। এদিকে, রোগীর স্বজনদের ওপর প্রতিবাদে নগরীর শাপলা চত্বরে দুপুর ১২টায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে স্থানীয় ব্যবসায়ীরা। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
×