ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০৪:৩৫, ২১ জুলাই ২০১৬

নীলফামারীতে স্কুলছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রাশেদুজ্জামান নামের বারো বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৪ দিন যাবত তার কোন সন্ধান মেলেনি। সে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ গ্রামের মিজানুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রমতে, রাশেদুজ্জামান চিলাহাটির পূর্ব মাস্টারপাড়া গ্রামে তার নানা-নানির বাড়ি থেকে লেখাপড়া করত। সে চিলাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। গত ৭ জুলাই বিকেলে সে চিলাহাটি প্রধানপাড়া মাঠে ঈদ উপলক্ষে বসা মেলায় এসে আর বাড়ি ফিরে যায়নি। সেই থেকে সে নিখোঁজ রয়েছে। রাশেদুজ্জামানকে বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে তার বাবা মিজানুর রহমান ১৭ জুলাই রবিবার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেছেন। চারঘাটে মদপানে আরও দুইজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে বিষাক্ত চোলাই মদপানে অসুস্থ হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেনÑ উপজেলার গৌরশহরপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং একই গ্রামের মরু মিয়ার ছেলে লালন উদ্দিন (৪০)। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তারা মারা যান। এ নিয়ে চারঘাটে মদপানে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে। তবে স্থানীয়রা জানিয়েছেন, গত সোমবার রাতে চারঘাটে পুলিশ এ্যাকাডেমির পাশে সুইপার কলোনিতে তারা সবাই মদপান করেন। শোলাকিয়া হামলায় আটক ৫ জনের জামিন ফের নামঞ্জুর নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২০ জুলাই ॥ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গী হামলার ঘটনায় আটক সন্দেহজনক ৫ জনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে আসামিপক্ষে এ্যাডভোকেট কামরুল ইসলাম বাবু ও এ্যাডভোকেট ইফতেখার হোসেন পাভেল জামিনের আবেদন করলে কিশোরগঞ্জ ১ নম্বর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। এ নিয়ে ৫৪ ধারায় গ্রেফতারের পর দ্বিতীয়বারের মতো আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এ সময় আসামিদের আদালতে হাজির করা হয়নি। স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকারভোগীদের জন্য তিন দিনব্যাপী হেলথ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি এডিসি (রাজস্ব) মুজিবুর রহমান। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ। এক্স-রে মেশিন উদ্বোধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নের জন্য ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা। এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলামসহ চিকিৎসকরা।
×