ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে বিপিএড পরীক্ষা দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩৫, ২১ জুলাই ২০১৬

গাজীপুরে বিপিএড পরীক্ষা দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শারীরিক শিক্ষা কলেজের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সারাদেশ থেকে আগত কয়েক শ’ বিপিএড শিক্ষার্থী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের ৩০টি বেসরকারী এবং ৬টি সরকারী বিশ্ববিদ্যালয়ের বিপিএড কোর্স সম্পন্ন হয়েছে। ১১ মাস পূর্বে তাদের ফরম পূরণ হয়েছে। তারপরও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিপিএড পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়নি, এ অবস্থায় সরকারী ও বেসরকারী বিপিএড শিক্ষার্থীরা দিশেহারা। ভুয়া এনআইডি তৈরি ॥ ৫ জনের জরিমানা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কম্পিউটারে জাল ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ তৈরি করে ব্যবসা করার অপরাধে ৫ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টায় উত্তরা ইপিজেড বাজারে অভিযান চালিয়ে ওই ৫ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন। এ সময় পুলিশ ও র‌্যাবের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে। সূত্র মতে দীর্ঘদিন ধরে জেলা সদরের সংগলশী ইউনিয়নে উত্তরা ইপিজেড বাজারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের ব্যবসা করে আসছে একটি চক্র। সন্ত্রাসী হামলার প্রতিবাদে আল্টিমেটাম স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে শরণখোলা অনার্স কলেজের গণিত বিভাগের প্রভাষক মহিউল ইসলামকে (৩২) পা-ারা বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে। তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার ঘটনার পর শরণখোলা অনার্স কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা সমাবেশ করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়। এ ঘটনায় হামলাকারী ৫ জনকে অভিযুক্ত করে শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
×