ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুলের কম্পিউটার প্রধান শিক্ষকের শ^শুরবাড়িতে, হাজত খাটছেন প্রহরী

প্রকাশিত: ০৪:৩৪, ২১ জুলাই ২০১৬

স্কুলের কম্পিউটার প্রধান শিক্ষকের শ^শুরবাড়িতে, হাজত খাটছেন প্রহরী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্কুলের চুরি হওয়া ল্যাপটপ ও কম্পিউটার প্রধান শিক্ষকের মামাশ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলেও এ ঘটনায় বিনা অপরাধে জেল খাটছেন একই বিদ্যালয়ের নৈশপ্রহরী। চাঞ্চল্যকর এ ঘটনা জেলার মোহনপুরের মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের। ষড়যন্ত্র করে ল্যাপটপ সরিয়ে নৈশপ্রহরীর নামে মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। ফলে চুরি না করেও হাজতবাস করছেন নৈশপ্রহরী আসাম উদ্দিন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাতে মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের দোতলার ল্যাব থেকে চারটি ল্যাপটপসহ ১৭টি কম্পিউটার চুরি হয়। পরের দিন সকালে ওই স্কুলের পিয়ন আক্কেল আলী ও একই এলাকার ইলেক্ট্রিক মিস্ত্রি রাসেকুল ইসলাম মিলন ফ্যান মেরামত করতে গিয়ে ল্যাবের তালা খোলা দেখেন। এরপর চুরির বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনার পরের দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলীম শেখের মামাশ^শুর মাসুদ রানার বাড়ি থেকে হারানো চারটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। কিন্তু তার আগেই নৈশপ্রহরী আসাম উদ্দিনকে আটক করা হয়। এরপর চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলাহাজতে পাঠায় পুলিশ। তারপর থেকে জেলহাজতেই রয়েছেন আসাম উদ্দিন। আসাম উদ্দিনের ছেলে রুবেল জানান, বিদ্যালয়ে তার বাবার চাকরির বয়স প্রায় ৩০ বছর। কিন্তু এতদিন পরে এসে আমার বাবার নামে চুরির অপবাদ দিয়ে তাকে হাজতে পাঠানো হয়েছে। কিন্তু চুরি হওয়া ল্যাপটপ প্রধান শিক্ষক আব্দুল আলিমের মামাশ্বশুরের বাড়ি থেকে উদ্ধার হলেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, আগে মামলা করা হয়েছিল। সেই মামলায় নাইট গার্ডকে পুলিশ ধরে নিয়ে গেছে। মাসুদ রানা আমার মামাশ^শুর হলেও তার বিষয়ে আমি কোন হস্তক্ষেপ করিনি। চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে ফের উদ্ধার হয়েছে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। একই অভিযানে পুলিশ ইয়াবা বহনকারী মাইক্রোবাসসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, আগের দিন মঙ্গলবার জেলার আনোয়ারা উপজেলার পারকির চর এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড উদ্ধার করে ১০ লাখ পিস ইয়াবা। সিএমপি সূত্রে জানানো হয়, গ্রেফতার তিন ইয়াবা বিক্রেতা হলো জাহেদ হোসেন মনু, আফসার কামাল ওরফে রায়হান ও আনোয়ারুল ইসলাম।
×