ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

প্রকাশিত: ০৪:৩২, ২১ জুলাই ২০১৬

সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। প্রথম মেয়াদ শেষে তিনি ৩৯তম বার্ষিক সাধারণ সভায় পুনরায় ব্যাংকের পরিচালক নির্বাচিত হন। তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি দেশে টেক্সটাইল, ট্রেডিং, মেরিন ফুড, আবাসন ও নির্মাণ, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, সিরামিকস, ওষুধ, জ্বালানিসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন। তিতাসের ১০ নং কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া ॥ তিতাস গ্যাস ক্ষেত্রের ১০ নং কূপের উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে এর সরবরাহ শুরু হয়। এতে করে জাতীয় গ্যাস গ্রিডে শুধু তিতাস গ্যাস ক্ষেত্র থেকে সরবারহ গ্যাসের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে অন্তত সড়ে ৫শ’ মিলিয়ন ঘনফুট। তিতাস গ্যাস ক্ষেত্রের কূপ ওয়াকওভার প্রকল্পের আওতায় সংশ্লিষ্টরা একটি প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় ৫টি কূপের ওয়াকওভার কাজ করা হবে। এ প্রকল্পের মধ্যে তিতা সের ১, ২, ৫, ১০ ও ১১ নং কূপ ওয়াকঅভার (সংস্কার) কাজ করা হবে। চলতি বছর পর্যায়ক্রমে তিতাসের পূরাতন কূপ ওয়াকওভারের কাজ শুরু হয়। বুধবার থেকে জাতীয় গ্যাস গ্রিডে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। গত ১৬ মে এর ওয়াকওভার কাজ শুরু হয়।
×