ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:২৮, ২১ জুলাই ২০১৬

অন্যরকম

টুইটারে ভেরিফিকেশন ব্যবহারকারীদের জন্য ভেরিফায়েড ইউজার এ্যাকাউন্ট পাওয়া সহজ করল টুইটার। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠতে টুইটার এ পদক্ষেপ নিয়েছে। -সিএনবিসি অপরাধী মোদি! গুগল সার্চে বিশ্বের শীর্ষ ১০ অপরাধীর তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আছে, অভিযোগ পাওয়ার পর গুগলকে নোটিস পাঠিয়েছে ভারতের এলাহাবাদের একটি আদালত। গুগলে বিশ্বের শীর্ষ ১০ অপরাধীর নাম খুঁজতে গেলে নরেন্দ্র মোদির ছবি দেখা যাচ্ছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস বেরসিক হাঙ্গর অস্ট্রেলিয়া গোল্ড কোস্ট সৈকতের কাছে হানা দিল এক হাঙ্গর। মাছ ধরার সময়ে হাঙ্গরের আক্রমণের শিকার হয়ে একব্যক্তি সামান্য আহত হন। কুইন্সল্যান্ড রাজ্যের ওই সৈকত থেকে ২০ কিলোমিটার দূরে মাছ ধরার নৌকাটি এক জায়গায় রেখে একটি প্রবাল দ্বীপে অবস্থান নিলে হাঙ্গর তাকে পেছন দিক থেকে কামড় দেয়। -ব্রিসবেন টাইমস
×