ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের আভাস

ব্রেক্সিটের পরও ইইউ সামরিক মিশনে থাকবে ব্রিটেন

প্রকাশিত: ০৪:২৪, ২১ জুলাই ২০১৬

ব্রেক্সিটের পরও ইইউ সামরিক মিশনে থাকবে ব্রিটেন

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ব্রেক্সিটের পরও জলদস্যু বা মানব পাচাররোধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামরিক মিশনে এখনও যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে ব্রিটেনের। অন্যদিকে তেরেসা মে ইইউ দেশগুলোতে তার প্রথম সফর শুরু করতে যাওয়ার আগে বলেছেন, যুক্তরাজ্যের ইইউ ত্যাগের বিষয়ে আলোচনা অবশ্য আন্তরিক ও খোলামেলা হতে হবে। খবর টেলিগ্রাফ ও বিবিসি অনলাইনের। প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেন, ভূমধ্যসাগর, ভারত মহাসাগর ও বলকান অঞ্চলে ইইউ মিশনের সফলতায় জোট ত্যাগের পরও যুক্তরাজ্যের স্বার্থ থাকবে এবং দেশটি মিশনে অংশগ্রহণ করতে পারে। একজন প্রভাবশালী পরামর্শ বিশেষজ্ঞ হিসেবে তিনি বলেন, ইইউ ত্যাগের পর বিশ্বশক্তি হিসেবে ব্রিটেনের অবস্থান রক্ষার জন্য ব্রিটেনকে এখন প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে এবং ইইউর প্রস্তাবিত সেনাবাহিনীর পাল্টা ব্যবস্থা ব্রিটেনকে গড়ে তুলতে হবে। ভূমধ্যসাগরে অভিবাসী সঙ্কট কাটিয়ে ওঠার জন্য এবং ভারত মহাসাগরে আত্মরক্ষার্থে জলদস্যুতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সাম্প্রতিক ইইউ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্রিটিশ যুদ্ধজাহাজ ও সৈন্যরা। ফ্যালন বলেন, এ মিশনগুলোতে ব্রিটিশ স্বার্থ হ্রাস পাওয়ার কোন সম্ভাবনা আমি দেখছি না। তিনি বলেন, আমরা অবশ্য ইইউয়ের সদস্য থাকছি না, আমরা একইভাবে অংশ নেব না। কিন্তু ওই মিশনগুলোর সফলতার স্বার্থে আমাদের অবশ্যই একটা জাতীয় স্বার্থ থাকবে। বাদী হলো পাকিস্তান সরকার কান্দিল হত্যা মামলা পাক মডেল কান্দিল বালুচ হত্যা মামলা নয়া মোড় নিয়েছে। ঘটনায় প্রকাশ, এ মামলার মূল অভিযুক্ত তথা নিহতের ভাইকে চাইলেও ক্ষমা করতে পারবে না কান্দিলের পরিবার। কারণ এই হাইপ্রোফাইল মামলায় বাদীপক্ষ হিসেবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আর সেখানে অভিযুক্তের বিরুদ্ধে এমন একটি ধারা আরোপ করা হয়েছে, যাতে ক্ষমা করার কোন অবকাশ নেই। খবর এবিপি আনন্দের। সম্প্রতি ২৬ বছরের এই মডেলকে মুলতানে হত্যা করা হয়। খুনের কথা স্বীকার করেন নিহতের ভাই ওয়াসিম। তার দাবি, পরিবারের সম্মান রক্ষা করতেই সে কান্দিলকে প্রথমে ঘুমের ওষুধ দিয়ে পরে গলাটিপে হত্যা করেছে। ক্যাপিটাল পুলিশ অফিসার আজহার আকরাম জানান, অতীতে এ ধরনের বহু সম্মানরক্ষার স্বার্থে হত্যা মামলায় দেখা গিয়েছে, পরিবার আততায়ীকে ক্ষমা করে দিচ্ছে। নতুন রূপে টুইজি রিনল্টের টুইজি গাড়ি এখন আর কল্পনা নয়। এই গাড়ি এখন চলছে নিউজিল্যান্ডের রাজপথে। ব্যাটারি চালিত দুই আসনের গাড়িগুলো ২০১২ সালে চালু করা হয়। নিউজিল্যান্ডের বাজারে এখন জো ও ক্যাঙ্গারু নামে নতুন দুটো ব্র্যান্ড এসেছে। -নিউজিল্যান্ড হেরাল্ড ঘূর্ণায়মান ল্যাবরেটরি বিশ্বের প্রথম ঘূর্ণায়মান ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে সিঙ্গাপুরে। বিসিএ স্কাইল্যাব নামের ৩৬০ ডিগ্রী ঘূর্ণায়মান গবেষণাগারটি বুধবার দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং উদ্বোধন করেছেন। মহাজাগতিক গবেষণার জন্য ল্যাবটিতে ২ শতাধিক সেন্সর বসানো আছে। এ নিয়ে গবেষণার কাজে সহযোগিতায় প্রতিষ্ঠা করা হয়েছে এ্যাকাডেমিক টাওয়ার। ক্যালিফোর্নিয়ার লরেন্স বার্কেলের সহযোগিতায় ল্যাবটি তৈরি করা হয়েছে। -চ্যানেল এশিয়া নিউজ
×