ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের উত্থান যেভাবে

প্রকাশিত: ০৪:২৪, ২১ জুলাই ২০১৬

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের উত্থান যেভাবে

ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করার ঘটনাটি ছিল রীতিমতো নাটকীয়। ১৩ মাসের মনোনয়নযুদ্ধে একগুয়ে ও জেদী প্রার্থী হিসেবে বিরোধীদের হারিয়ে প্রার্থিতা নিশ্চিত করার পর ট্রাম্প বলেছেন, এখন সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং নবেম্বরে নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করার। নিউইয়র্ক টাইমস। অঙ্গরাজ্যগুলোর ডেলিগেটরা ট্রাম্প আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করার পর তিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। ক্লিভল্যান্ডে সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মেক আমেরিকা ওয়ার্ক এ্যাগেইন’। ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র নিউইয়র্কে রিপাবলিকান দলের সমর্থকদের উদ্দেশে জানান, তার বাবা রিপাবলিকান কনভেনশনে প্রতিনিধিদের উপস্থিতি-ভোটে প্রার্থিতা নিশ্চিত করেছেন। তিন ভাইবোনকে পাশে নিয়ে ট্রাম্প জুনিয়র বলেন, প্রতিনিধিদের ভোটে সবার উপরে থাকা ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত। অভিনন্দন বাবা, আমরা তোমাকে ভালবাসি। তিনি আরও বলেন, আমার বাবার কাছে যা কিছু অসম্ভব, সেখান থেকেই তিনি শুরু করেন, তিনি জীবনকে দেখেন এভাবেই। বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারী ও ককাসে ট্রাম্প সব মিলিয়ে ১৭২৫ জন রিপাবলিকান প্রতিনিধির সমর্থন পেয়েছেন। মঙ্গলবার জাতীয় কনভেনশনে তার ‘প্রার্থিতার’ আনুষ্ঠানিক ঘোষণা এল। এছাড়া কনভেনশনে প্রতিনিধিরা কণ্ঠভোটে মাইক পেনসকে ট্রাম্পের রানিং মেট হিসেবে মনোনয়ন দিয়েছেন। এদিকে সম্মেলনে ট্রাম্পের জয়কে সবাই স্বাগত জানাননি। অনেক ডেলিগেট করতালি দিয়েছেন, কিছু প্রতিনিধি ক্ষুব্ধ হয়ে সম্মেলন ত্যাগ করেছেন এবং অনেকে প্রকাশ্যেই তাদের অপছন্দের কথা জানিয়েছেন। দেশটির কয়েকটি অঙ্গরাজ্য দলীয় সম্মেলনের প্রতি সম্মান জানাতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা বলেছেন, তাদের ডেলিগেটরা এমন একজন প্রার্থীকে সমর্থন করবেন যাকে নিয়ে কোন মতভেদ নেই।
×