ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শফিক শামীম

বন্ধু হোন সন্তানের

প্রকাশিত: ০৪:১৬, ২১ জুলাই ২০১৬

বন্ধু হোন সন্তানের

সন্তান ভূমিষ্টের পর থেকে স্বপ্ন বুনতে থাকেন বাবা-মা। সন্তানকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করে ভাল কর্মস্থানের ব্যবস্থা করতে পারা যায় প্রতি বাবা-মায়ের স্বপ্ন থাকে। এ কথায় সন্তানের প্রতি বাবা-মায়ের ভালবাসার কমতি থাকে না। অনেক বাবা-মা ভাল কাপড় না কিনে, ভাল খাবার না খেয়ে সন্তানের শিক্ষার খরচ যোগাড় করার চেষ্টা করেন। নিজে না খেয়ে সন্তানের খাওয়ানোর ব্যবস্থা করেন। সন্তানের চাহিদামতো সব কিছু দেয়ার ব্যবস্থা করেন। আদরের সন্তানকে টাকার বিনিময়ে যা কিছু দেয়া যায়, দিয়ে থাকেন। কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ভালবাসা ও সময় আমরা কয়জন বাবা-মা দিতে পারি বা দিয়ে থাকি। বরং অর্থের পেছনে ছুটতে গিয়ে সন্তানকে প্রকৃতির সৌন্দর্য ও সাংস্কৃতিক জগত থেকে দূরে রেখে টাকার বিনিময়ে বাসার মধ্যে সকল কিছুর ব্যবস্থা করেন কেউ কেউ। আদরের সন্তানকে বাইরের জগত থেকে সম্পূর্ণ আলাদা রাখেন। কিন্ত এই বন্দী জীবন আপনার প্রিয় সন্তানকে কোথায় নিয়ে যেতে পারে একটি বারও ধারণা করেন না অনেক বাবা-মা। সন্তানের পেছনে টাকা খরচ করতে পারলেও একটু সময় ব্যয় করছে না। যে কারণে সন্তান নিজের মতো চলতে গিয়ে ভুল পথে চলে যাচ্ছে। সন্তানদের সঙ্গে বন্ধুর মতো চলতে পারলে, সন্তানের চোখের ভাষা বোঝা যায় সহজে। চোখের ভাষা না বুঝে বরং শুধু শাসন করলে কি সমস্যা সমাধান হয়। আসুন নিজের সন্তানকে বন্ধু মনে করি। সন্তানের পাশে বন্ধুর মতো থেকে তাদের বড় করি। কারও সন্তান যেন বাবা-মায়ের ভালবাসার অভাব নিয়ে বড় না হয়। বাবা-মায়ের ভালবাসার অভাব নিয়ে সন্তান বড় হলে পথ হারিয়ে যেতে পারে। আর সন্তান পথ হারালে পরিবারও পথ হারিয়ে ফেলেন। গোয়ালন্দ, রাজবাড়ী থেকে
×