ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবুজ চৌধুরী

সুদৃঢ় হোক বন্ধন

প্রকাশিত: ০৪:১৫, ২১ জুলাই ২০১৬

সুদৃঢ় হোক  বন্ধন

সমাজ কাঠামোর প্রথম ভিত্তি হলো পরিবার। পরিবার হলো আদি পাঠশালা। এ পরিবারেই মা-বাবা-সন্তান সন্ততির বসবাস। আজকে ছোট্ট শিশু আগামীর উজ্জ্বল ভবিষ্যত। ছোট্ট শিশুটির মধ্যেই লুকিয়ে থাকে অমিত সম্ভাবনা। সঠিক পরিচর্যা দ্বারা এ সম্ভাবনা কাজে লাগিয়ে একটি শিশু একদিন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। প্রতিটি পিতা-মাতার কাছে তার সন্তান অধিক প্রিয়। একটি সন্তান পিতা-মাতা তিল তিল করে বড় করেন। সুশিক্ষায় শিক্ষিত করে সুমানুষ করে গড়ে তুলতে চান। সন্তান-পিতা মাতার সম্পর্ক খুবই নিবিড়Ñ এ কথা নতুন করে বলার কি? কিন্তু বর্তমান বাস্তবতায় পারিবারিক বন্ধনে যেন ফাটল দেখা দিচ্ছে। সাম্প্রতিক গুলশান ও শোলাকিয়া ট্র্যাজেডির পর থেকে এ বিষয়ে বেশি বেশি আলোচনা হচ্ছে। একটি মানুষ অপরাধী হয়ে জন্মায় না। পরিবেশ পরিস্থিতি মানুষকে বিপথগামী করে তোলে। মানুষ হয়ে ওঠে মানবিকবোধ বিবর্জিত। তখন তার দ্বারা যে কোন বিধ্বংসী অপরাধমূলক কাজ করা সম্ভব হয়ে ওঠে। সময় পরিবেশ পরিস্থিতি ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার আজকের তরুণ সমাজ তথা সন্তানকে বিপথগামী করে গড়ে তোলার সহায়ক হিসেবে দেখা দিচ্ছে পাশাপাশি আমাদের পরিবারে পিতা-মাতা ও সন্তানের ক্ষেত্রে দূরত্ব বাড়ছে। পরিবার হচ্ছে নীতি-নৈতিকতা শিক্ষার প্রথম পাঠশালা। আর এ পাঠশালার শিক্ষক হচ্ছেন পিতা-মাতা। পারিবারিক চর্চাগুলো থেকে আমরা ক্রমশই দূরে সরে যাচ্ছি। যে যার মতো চলছে। নিজস্ব সংস্কৃতি ভুলে ডুবে যাচ্ছি পাশ্চাত্য সংস্কৃতিতে। যার ভয়াবহ ফলাফল আমরা প্রত্যক্ষ করছি। তাই আর দেরি নয় ফিরে যেতে হবে পারিবারিক চর্চায়। পিতা-মাতা সন্তান পরিবারে এক সঙ্গে আড্ডা দিতে হবে। একে আপরকে বুঝতে হবে। পারিবারিক বন্ধনের সুতাকে আরও সুদৃঢ় করতে হবে এখনই। তা না হলে ভবিষ্যত অন্ধকার। নেত্রকোনা থেকে
×