ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিজস্ব জিপিএস রয়েছে তেলাপোকার!

প্রকাশিত: ২০:৩৫, ২০ জুলাই ২০১৬

নিজস্ব জিপিএস রয়েছে তেলাপোকার!

অনলাইন ডেস্ক॥ নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে অনেকেই গাড়িতে জিপিএস ব্যবহার করেন। স্যাটেলাইট নিয়ন্ত্রিত এ ব্যবস্থায় বাইরের কোনো সহায়তা ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করা যায়। গবেষকরা বলছেন তেলাপোকারও রয়েছে একই ধরনের ব্যবস্থা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। তেলাপোকাকে যতই সাধারণ প্রাণী বলে মনে করা হোক না কেন, এ প্রাণীর রয়েছে এমন সব গুণ, যা অন্য বহু প্রাণীরই নেই। মানুষের জিপিএসের মতো ঠিকই একইভাবে রান্নাঘর থেকে বসার ঘরে যাতায়াত করতে তেলাপোকার কোনো দিকনির্দেশনার প্রয়োজন হয় না। সম্প্রতি গবেষকরা জানতে পেরেছেন, তেলাপোকার দেহে রয়েছে নিজস্ব গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মতো ব্যবস্থা, যার ফলে কোনো দিকনির্দেশনা ছাড়াই তারা আলো কিংবা অন্ধকারে যাতায়াত করতে পারে।
×