ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাল বিমসটেক বিজনেস ফোরাম সংলাপ দিল্লীতে

প্রকাশিত: ০৯:৩৪, ২০ জুলাই ২০১৬

কাল বিমসটেক বিজনেস ফোরাম সংলাপ দিল্লীতে

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন দিনের সফরে আজ বুধবার দিল্লী যাচ্ছেন। সেখানে তিনি বিমসটেক বিজনেস ফোরাম আয়োজিত একটি সংলাপে অংশ নেবেন। এছাড়া দিল্লী সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে শাহরিয়ার আলমের একটি বৈঠক হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। আগামীকাল বৃহস্পতিবার দিল্লীতে অনুষ্ঠেয় বিমসটেক বিজনেস ফোরামের সংলাপে অংশ নিতে ভারতে যাচ্ছেন শাহরিয়ার আলম। সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। বিমসটেক ঢাকা সচিবালয়ের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়েছে। এতে বিমসটেকের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। আগামী ২২ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ফিরবেন। বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশীয় আঞ্চলিক জোট ‘বিমসটেক’ আয়োজিত বিমসটেক বিজনেস ফোরামের সপ্তম শীর্ষ সংলাপ আগামীকাল বৃহস্পতিবার দিল্লীতে অনুষ্ঠিত হবে। বিমসটেকের সদস্য দেশগুলোর মন্ত্রীরা এ সংলাপে অংশগ্রহণ করবেন। এছাড়া বিমসটেক মহাসচিব সুমিথ নাকানডালাও এতে অংশগ্রহণ করবেন। সম্মেলনে সাইডলাইন বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে একান্ত বৈঠক হবে। এছাড়া সম্মেলনে বিভিন্ন দেশের সরকারী কর্মকর্তা, বাণিজ্য প্রতিনিধি দল অংশ নেবে।
×