ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুল্ক ফাঁকি

মিরপুরে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

প্রকাশিত: ০৯:৩৪, ২০ জুলাই ২০১৬

মিরপুরে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর থেকে তিন কোটি টাকা শুল্ক ফাঁকি দেয়া বিলাসবহুল বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার গভীররাতে মিরপুরের দারুস সালামের ১৬/এ নম্বর ভবনের গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, গাড়িটির মালিক রোপেন নামে এক ব্যক্তি। সোমবার রাতে রোপেনের বন্ধুর বাসা মিরপুর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ির কাগজপত্র থেকে দেখা গেছে, গাড়িটি ২০০৬ সালের মডেলের। অথচ গাড়িটি ১৯৯২ সালের মডেল দেখিয়ে আনা হয়েছে। গাড়িটির দাম এক কোটি টাকা। আর শুল্ক ফাঁকি দেয়া হয়েছে তিন কোটি টাকা। নিবন্ধনের সময় গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি (সিসি) কম দেখানো হয়েছে। তিনি জানান, কাগজপত্রে সিসি আড়াই হাজার দেখানো হলেও গাড়িটি মূলত তিন হাজার সিসির। গাড়িটির মূল চেসিস নম্বর তুলে ভুয়া চেসিস নম্বরে নিবন্ধন করা হয়েছে।
×