ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদের প্রশ্নোত্তর

বিলুপ্ত নৌপথ চালু করতে তিন হাজার কোটি টাকার মেগা প্রকল্প

প্রকাশিত: ০৯:৩১, ২০ জুলাই ২০১৬

বিলুপ্ত নৌপথ চালু করতে তিন হাজার কোটি টাকার মেগা প্রকল্প

সংসদ রিপোর্টার ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, বর্তমান সরকার হারিয়ে যাওয়া নৌপথকে পুনরুজ্জীবিত ও জনপ্রিয় করার জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে তিন হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ আঞ্চলিক নৌপরিবহন প্রকল্প-১ গ্রহণ করেছে। এ প্রকল্পের অনুকূলে বিশ্বব্যাংক ঋণ মঞ্জুর করেছে। আগামীতে যে কোন সময় এ ব্যাপারে ঋণচুক্তি সই করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। জাতীয় পার্টির বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, লোকবল বৃদ্ধির মাধ্যমে নৌযানের ফিটনেস মনিটরিং ব্যবস্থা জোরদার করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ধরনের নৌযানে আধুনিক সেফ্্টি ইকুইপমেন্ট স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগের সদস্য পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নৌদুর্ঘটনা রোধে সারাদেশে ফিটনেসবিহীন নৌযানের সংখ্যা নির্ণয়ের জন্য নৌশুমারি প্রকল্প গ্রহণ করেছে সরকার। বর্তমানে স্থায়ীভাবে চলাচলের অযোগ্য নৌযানের কোন তালিকা সরকারের হাতে না থাকায় এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
×