ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে অপরিণত অবস্থায় সাড়ে ৪ লাখ শিশু জন্ম নেয়

প্রকাশিত: ০৯:৩০, ২০ জুলাই ২০১৬

দেশে অপরিণত অবস্থায় সাড়ে ৪ লাখ শিশু জন্ম নেয়

সংসদ রিপোর্টার ॥ দেশে বছরে প্রায় সাড়ে চার লাখ শিশু জন্ম নেয় অপরিণত অবস্থায়। এর মধ্যে ২৬ হাজার শিশুরই মৃত্যু ঘটে। যা মোট নবজাতকের মৃত্যুর হারের ৪৫ শতাংশ। অবশিষ্ট শিশুরা পরবর্তী সময়ে শারীরিক নানা জটিলতায় ভোগে। এছাড়া দেশে শতকরা ৫ দশমিক ৪ ভাগ মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত। মঙ্গলবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জানান, গর্ভবতী মায়ের যতেœ ও নবজাতকের অপরিণত অবস্থায় জন্মগ্রহণ প্রতিরোধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়।
×