ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৮:১৮, ২০ জুলাই ২০১৬

ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ধার্য তারিখে অনুপস্থিত থেকে সময় আবেদন করেন প্রধান আসামি শহিদুল ইসলাম বারাকাতী। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মোঃ জসিমউদ্দিন তা নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ব্রাঞ্চ খুলে ১শ’ গ্রাহকের কাছ হতে ৪৭ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক নারী ২০১৩ সালের ২৭ এপ্রিল মামলাটি করেন। বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান মুকুল জানান, গত ১২ জুলাই মামলাটি চার্জের জন্য ধার্য ছিল। ওই দিন বারকাতী হাজির হয়ে মামলা হতে ডিসচার্জের আবেদন করেন। আদালত তাকে বাদীর সঙ্গে আপোস করে পুনরায় আদালতে হাজির হতে বলে। কিন্তু তিনি আপোস করেননি। টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের ম্যাক্সিম গ্রুপের ব্রাঞ্চটি ২০১৩ সালে গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাত করে উধাও হয়ে যায়।
×