ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অর্থ সাহায্য পেলেন সাবেক ছয় ফুটবলার

প্রকাশিত: ০৬:০৬, ২০ জুলাই ২০১৬

অর্থ সাহায্য পেলেন সাবেক ছয় ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীন বাংলা ফুটবল দলের পাঁচ ফুটবলারকে চেক তুলে দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের কক্ষ থেকে স্বাধীন বাংলা ফুটবলের অন্যতম সদস্য সাইদুর রহমান প্যাটেল, আব্দুল মমিন জোয়ারদার, আবদুল খালেক, বীরেন দাশ এবং মোজাম্মেল হক চেক বুঝে নিয়েছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্বাধীন বাংলা ফুটবল দলের ১৯ ফুটবলার নিয়মিত চেক পেয়ে আসছেন। এই নিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের মোট ২৪ ফুটবলার মাসিকভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদের অনুদান পাচ্ছেন। একইদিন ক্যান্সারে আক্রান্ত ফুটবলার ইকরাম বাশার তুহিনকে এক লাখ টাকার চেক দিয়েছে জাতীয় পরিষদ। আশির দশকের ফুটবলার তুহিন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের বড় ভাই। তুহিনের পক্ষে চেক বুঝে নেন সুমন। তিনি জানান, তুহিনকে ইতোমধ্যে ৩টি কেমো দেয়া হয়েছে। তাকে আরও ৩টি কেমো দিতে হবে। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য, ফুটবলার তুহিন ১৯৮০ থেকে ঘরোয়া ফুটবলে বিভিন্ন ক্লাবের হয়ে ১৯৯২ সাল পর্যন্ত খেলেছেন।
×