ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ালটন হকি টুর্নামেন্ট শুরু আজ

প্রকাশিত: ০৬:০৫, ২০ জুলাই ২০১৬

ওয়ালটন হকি টুর্নামেন্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং স্বনামধন্য হকি সংগঠক মীর্জা ফরিদ আহমেদ মিলু ২০১৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রয়াত এই সংগঠকের নামে আজ থেকে শুরু হতে যাচ্ছে, ‘ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট’-এর দ্বিতীয় আসর। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে আগামী ২৭ জুলাই। টুর্নামেন্টে ৬টি দল অংশ নেবে। তাদের দুটি গ্রুপে বিভক্ত করে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। সেখান থেকে চার দল উঠবে সেমিফাইনালে। এক দলে ৮ জন করে খেলোয়াড় থাকবেন। তার মধ্যে ৫ জন খেলার সুযোগ পাবেন। এই টুর্নামেন্টে কেবল হকির আম্পায়াররাই খেলার সুযোগ পাবেন। টুর্নামেন্টের ‘ক’ গ্রুপে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন আব্দুল মালেক চুন্নু হকি ফাইভ, শেখ নুরুল ইসলাম হকি ফাইভ এবং গত আসরের রানার্সআপ মীর সাবের আলী হকি ফাইভ। ‘খ’ গ্রুপে রয়েছে সাব্বির ইউসুফ হকি ফাইভ, নান্না দ্য হকি ফাইভ ও নাজিম উদ্দিন মোল্লা হকি ফাইভ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ১৬ হাজার ও রানার্সআপ দল ৮ হাজার টাকা পাবে। এছাড়া চ্যাম্পিয়ন দলকে একটি ওয়ালটন রেফ্রিজারেটর উপহার দেয়া হবে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এটিএন বাংলায় টুর্নামেন্টের ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মোহাম্মদ মোতাহার হোসেন, টুর্নামেন্টের সেক্রেটারি কামরুল ইসলাম কিসমতসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
×