ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিও অলিম্পিক ॥ রাশিয়ার ভাগ্য আইওসির টেবিলে

প্রকাশিত: ০৬:০৫, ২০ জুলাই ২০১৬

রিও অলিম্পিক ॥ রাশিয়ার ভাগ্য আইওসির টেবিলে

স্পোর্টস রিপোর্টার ॥ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ান ক্রীড়াবিদরা সোচিতে হওয়া ২০১৪ সালের শীতকালীন অলিম্পিকেও ব্যাপক হারে নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করেছেন এমন বিষয়গুলো উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। সোমবার কানাডীয় আইনজীবী রিচার্ড ম্যাকলারেন সেই প্রতিবেদন পেশ করেছেন বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ডব্লিউএডিএ ওয়াডা) কাছে। সেজন্য ওয়াডা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে আহ্বান করেছে রাশিয়ার পুরো অলিম্পিক দলকেই রিও গেমস থেকে নিষিদ্ধের। এমনকি ক্রীড়াবিদদের ডোপ পাপে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য রাশিয়ান ফেডারেশন এবং ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকোর দিকে এখন সন্দেহের তীর। ওয়াডা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে মুটকোর বিষয়ে তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে। তিনি ফিফার নির্বাহী সদস্য এবং ২০১৮ ফুটবল বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান। সব বিষয়ই এখন আইওসির টেবিলে। জরুরী সভা ডাকা হয়েছে মঙ্গলবার। আর সেখানেই রিও ডি জেনিরো অলিম্পিকে রাশিয়ার অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বেশ চাপের মুখেই পড়েছে রাশিয়া। অলিম্পিক প্রায় ঘনিয়ে এসেছে। আর মাত্র ১৬ দিন পরেই ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হবে মর্যাদার গ্রীষ্মকালীন অলিম্পিক। কিন্তু ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের এ আসরটি সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রীড়াবিদ শূন্যতায় পড়ার মুখে এখন। আইন অধ্যাপক ম্যাকলারেনের প্রতিবেদনে ডোপ পাপে রাশিয়ান ক্রীড়াবিদদের সংশ্লিষ্ট হওয়ার ব্যাপকতার বিষয়টি উঠে এসেছে। আর এর পেছনে সরাসরি এখন রাশিয়ান ক্রীড়া ফেডারেশনগুলোকে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে সন্দেহের আঙ্গুল উঠেছে। প্রতিবেদনে সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। এ কারণে ওয়াডা আহ্বান জানিয়েছে ফিফার কাছে ক্রীড়ামন্ত্রী মুটকোর বিরুদ্ধে তদন্ত পরিচালনার। মুটকো ২০০৮ থেকেই ক্রীড়ামন্ত্রী এবং তিনি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একেবারেই ঘনিষ্ঠ মানুষ। রাশিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, ফিফা নির্বাহী কমিটির সদস্য মুটকো আগামী বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান। উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়া আয়োজন করবে বিশ্বকাপ ফুটবল আসর। এর আগেই মুটকোর বিষয়ে তদন্ত করার আহ্বান ওয়াডার।
×