ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা

দুই স্পিনারও ভাবছেন বেইলিস

প্রকাশিত: ০৬:০৫, ২০ জুলাই ২০১৬

দুই স্পিনারও ভাবছেন বেইলিস

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডস টেস্টে এক ইয়াসির শাহর কাছে হেরে যাওয়ায় পরিকল্পনায় বদল আনতে পারে ইংল্যান্ড। ঘরের মাটিতে চিরায়ত পেস-প্রাধান্যের ঐতিহ্য ভেঙ্গে দ্বিতীয় টেস্টে দুজন স্পিনার নিয়ে একাদশ গড়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না ইংলিশ কোচ ট্রেভর বেইলিস। ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে তাই লেগস্পিনার আদিল রশিদকে ডাকা হয়েছে। ১৪ সদস্যের স্কোয়াডে আছেন অফস্পিনার মঈন আলিও। ‘ঘরের মাটিতে দুজন স্পিনার নিয়ে খেলা সত্যি কঠিন, কিন্তু পরিস্থিতি দাবি করলে কিছু করার নেই। যদি মঈন-আদিলকে একসঙ্গে নামানো হয়, তবে তাদের দুজনকেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’ বলেন বেইলিস। লর্ডসে সফরকারী পাকিস্তান তিন বাঁহাতিসহ মোট চার পেসার নিয়ে খেলেছে। সেদিকেও ইঙ্গিত করেন ইংল্যান্ড কোচ। কিন্তু ইতিহাস গড়া ১০ উইকেট নিয়ে শেষ পর্যন্ত ‘নায়ক’ লেগস্পিনার ইয়াসির শাহ। ৭৫ রানের বড় জয়ে চার টেস্টের ‘ইনভেস্টেক’ সিরিজে ১-০তে এগিয়ে গেছে মিসবাহ-উল হকের দল। সমীকরণের বিচারে (যদি সব ম্যাচে ফল দেখে) সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে ওল্ড ট্র্যাফোর্ডে জিততেই হবে স্বাগতিকদের। দলে তাই একাধিক পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ইংল্যান্ড ইতিহাসের সর্বাধিক উইকেটের (৪৫৪) মালিক পেসার জেমস এ্যান্ডারসন এবং অলরাউন্ডার বেন স্টোকস। রশিদের অন্তর্ভুক্তি বিশেষভাবে আলোচিত। লর্ডসে ইয়াসিরের অমন জাদুই হয়ত এক্ষেত্রে ইংলিশ নির্বাচকদের ভাবিয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে তারা হয়ত পাকিস্তানী বংশোদ্ভূত ঘূর্ণি বোলারের চমক দেখতে চাইবেন। প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে মঈন মোটেই প্রত্যাশ পূরণ করতে পারেননি। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে তার শিকার মাত্র ২। এবার দু-জনকেই খেলানো হবে, না বাদ পড়বেন মঈন সেটি বড় প্রশ্ন। কারণ, স্পিনে-স্বচ্ছন্দ পাকিস্তানের বিপক্ষে দুই স্পিনার খেলানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত বড়দিনের আগে আমিরাতে পাকিস্তান-সিরিজে তিন টেস্টেই ছিলেন রশিদ। অভিষেকে প্রথম ইনিংসে ১৬৩ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে ৬৪ রান দিয়ে নেন ৫ উইকেট। মঈন যখন নিজেকে হারিয়ে খুঁজছেন সেখানে সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৩৫ গড়ে ২০ উইকেট নিয়েছেন রশিদ। ৩৭ গড়ে রানও করেছেন ৩৩৭। সুতরাং ওল্ড ট্র্যাফোর্ডে মঈনকে ছিটকে দিয়ে তিনি একাই জায়গা করে নিতে পারেন। দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল ॥ এ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, এ্যালেক্স হেলস, জেমস ভিঞ্চ, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, স্টুয়ার্ড ব্রড, জেমস এ্যান্ডারসন, স্টিভেন ফিন ও জ্যাক বল।
×