ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেইন্টফিটই বাংলাদেশের কোচ

প্রকাশিত: ০৬:০৪, ২০ জুলাই ২০১৬

সেইন্টফিটই বাংলাদেশের কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ দেখতে দেখতে কেটে গেছে সপ্তাহ খানেক। তারপরও হবে হবে করেও হলো না। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ বেলজিয়ামের টম সেইন্টফিট। তবে সেটা এখনও মুখে মুখেই। কিন্তু লিখিতভাবে সেটা যে এখনও পূর্ণাঙ্গ রূপ পেল না। চুক্তি না হলেও এক সপ্তাহ আগেই মামুনুলদের নিয়ে মাঠে নামেন টম। মঙ্গলবার তার সঙ্গে আলোচনায় বসে ন্যাশনাল টিমস কমিটি এবং বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানান, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে টমের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারবে বাফুফে, এটা এক রকম নিশ্চিতই। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ হতে পারে ভুটান ম্যাচ পর্যন্ত। ফল ভাল হলে সেটি পৌঁছবে ২০১৯ সাল পর্যন্ত। এতদিন নাইজিরিয়া জাতীয় ফুটবল দলের কোচের সংক্ষিপ্ত তালিকায় (তিন জন) ছিলেন সেইন্টফিট। তবে ইতোমধ্যে টমকে বাদ দিয়ে ফরাসী কোচ পল লি গুয়েনকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে ফেলেছে নাইজিরিয়ান ফুটবল ফেডারেশন। তাই আপাতত ফ্রি আছেন টম। এজন্য বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আর কোন বাধা নেই। নিজেও বেশ আগ্রহী মামুনুলদের দায়িত্ব নিতে। এ প্রসঙ্গে টম বলেন, ‘আপাতত ভুটান ম্যাচ নিয়েই মূল আলোচনা হচ্ছে আমাদের। এখনও দীর্ঘমেয়াদী চুক্তি হয়নি। আমাদের মূল দৃষ্টি ভুটান ম্যাচ। ভুটান ম্যাচের ফলটা ভাল হলে ও বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে কোয়ালিফাই করলে পরবর্তী চুক্তির প্রসঙ্গ আসবে। তারা এত টাকা খরচ করে কেন কোচ রাখবে? যদি তার সুফল না আসে তাহলে কেন আমাকে রাখবে?’ পরবর্তী তিন মাসের এসাইনম্যান্ট নিয়ে টম বলেন, ‘অনেকে হয়তো বলছিল আমি মঙ্গলবারই চলে যাব। আসলে যাচ্ছি না। লীগ শুরু হলে চট্টগ্রামে প্রথম পর্বের খেলাগুলো দেখে আমার দেশে ফিরে যাব। তারপর ঢাকায় লীগের শেষ রাউন্ড দেখতে আবার আসব।’ ভুটান ম্যাচের আগে পহেলা সেপ্টেম্বর মালদ্বীপের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এ ম্যাচ প্রসঙ্গে টম বলেন, ‘ম্যাচটি বাংলাদেশেই হলেই ভাল হতো। কিন্তু তখন ঢাকায় মেয়েদের এএফসি অনুর্ধ ১৬ টুর্নামেন্ট হবে। সেটি দেশের মহিলা ফুটবলের উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরও মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় আমি খুবই খুশি।’ জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আরও দুই কোচ। গোলরক্ষক কোচ জার্মানির ক্রিস্টিয়ান শোয়েচলারের সঙ্গে কথা চলছে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে ফিটনেস কোচের রিকার্ডো বেহার্ডেনকে মামুনুলদের দায়িত্বে নিয়ে আসতে তার সঙ্গে নিজেই আলোচনা করছেন টম। নাইজিরিয়া জাতীয় দলের মতো বিশ্বমানের দলের কোচ হওয়ার সুযোগটা যার ছিল। তাকে কত টাকা দিয়ে রাখতে যাচ্ছে বাফুফে? ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানালেন, ‘কোচের সঙ্গে আমাদের চুক্তিটা ২ মাস না দীর্ঘমেয়াদেই হতে পারে। এসব বিষয় নিয়েই আজ আলোচনা হয়েছে। চুক্তির কাজ মৌখিকভাবে মোটামুটি শেষ। আইনজীবীর সঙ্গে কথা বলে তার পর্যবেক্ষণ আজ দিয়েছেন কোচ। দু’তিন দিনের মধ্যে তার আইনজীবী পর্যবেক্ষণ পাঠালে ২৬-২৭ তারিখ তার সঙ্গে লিখিত চুক্তি হতে পারে। চুক্তি না হওয়ার কোন সম্ভাবনা নেই। নাইজিরিয়ার মতো দলের কোচ হিসেবে যাকে বিবেচনা করা হয়েছিল। তার বেতনটা সম্মানজনকই ধরা হচ্ছে।’ বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টমের বেতন কোচ ডি ক্রুইফের থেকে বেশি নয়। এই দেশে থাকতে তার আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা, থাকা সবকিছুই নিয়েই আলোচনা হয়েছে। তাকে রাখা হবে কোন একটি হোটেলে। বাফুফে সভাপতি জানান টমের নিরাপত্তা নিয়েও বিশেষভাবে ভাবছে বাফুফে।
×