ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘আরও বিধ্বংসী হয়ে আসছেন রোনাল্ডো’

প্রকাশিত: ০৬:০২, ২০ জুলাই ২০১৬

‘আরও বিধ্বংসী হয়ে আসছেন রোনাল্ডো’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময় অতিবাহিত করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই বছরেই সি আর সেভেন জিতেছেন দু’ দু’টি বড় ট্রফি। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি উপহার দেয়ার পর নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো জিতিয়েছেন ইউরো চাম্পিয়নশিপ। কিন্তু ইউরোপ সেরা আসরেই ইনজুরি আক্রান্ত হন সি আর সেভেন। যে কারণে আপাতত মাঠের বাইরে আছেন। সময় কাটাচ্ছেন অবকাশযাপনে। এরই মধ্যে রোনাল্ডো জানিয়েছেন, চোট কাটিয়ে ফেরার পর আরও বিধ্বংসী হতে চান তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় সোমবার এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সিলোনার লুইস সুয়ারেজের কাছে লা লীগায় সর্বোচ্চ গোলস্কোরারের এ্যাওয়ার্ড ‘পিচিচি’ ট্রফি হাতছাড়া করেন রোনাল্ডো। এবার ২০১৬-১৭ মৌসুমের চ্যালেঞ্জের অপেক্ষায়। আসছে মৌসুমে মাঠে নামার আগে নতুন উদ্যমে সেরা রূপে ফেরার অঙ্গীকার করেছেন ইউরো জয়ী তারকা। বছরের শেষভাগ থেকে ব্যক্তিগত প্রায় সব ট্রফিই শোভা পেতে শুরু করবে সি আর সেভেনের শোকেসে। যার আলামত ইতোমধ্যে মিলেছে। ইউরোপ সেরার সংক্ষিপ্ত দশজনের তালিকায় ফেবারিট হিসেবে স্থান পেয়েছেন তিনি। ইউরোর ফাইনালে ইনজুরির কবলে পড়েন রোনাল্ডো। যে কারণে মৌসুম শুরুর আসর স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তবে বিশ্রামে থাকা সি আর সেভেন আগামী সেপ্টেম্বরে মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎকসরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, ৩১ বছর বয়সী রোনাল্ডো হাঁটুর ইনজুরিতে ভুগছেন। রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মৌসুমে লা লীগার দুটি ম্যাচ মিস করবেন পর্তুগাল অধিনায়ক। স্পেনের ঘরোয়া লীগে লস ব্লাঙ্কসদের তৃতীয় ম্যাচে তার ফেরার কথা আছে। তবে ইনস্টাগ্রামে ভক্তদের রোনাল্ডো বলেন ‘আমি আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমি তাদের জানিয়ে দিতে চাই যে, সব ঠিকঠাক চলছে। আমি অনেক বেশি শক্তি ধারণ করেই মাঠে ফিরব। দীর্ঘজীবী হোক, পর্তুগাল।’ ইউরোর ফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিরুদ্ধে গত ১০ জুলাই হাঁটুতে চোট পান রোনাল্ডো। ম্যাচের ১৪ মিনিটে পর্তুগীজ অধিনায়ককে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। এরপর ২৫ মিনিটে নিশ্চিত হয় তিনি আর খেলতে পারবেন না। এরপরও তার দল ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে সাম্প্রতিক সময়ে আবারও মেসি-রোনাল্ডোর মদ্যে তুলনা হচ্ছে বেশ। জাতীয় দলের হয়ে মেসির ব্যর্থতা ও রোনাল্ডোর সফলতার কারণে আলোচনা হচ্ছে আরও বেশি। এক্ষেত্রে মেসি পেয়েছেন ভিলেন খ্যাতি! আর রোনাল্ডো হিরো। তবে মেসির সাবেক বার্সিলোনা সতীর্থ জাভি হার্নান্দেজ মনে করেন, রোনাল্ডোর চেয়ে মেসি সবদিক দিয়ে সেরা। সি আর সেভেনকে মেসির সমকক্ষ বানিয়েছে সংবাদমাধ্যম! আর্জেন্টিনার জার্সিতে মেসি সাফল্য না পেলেও জাভির মতে সন্দেহাতীতভাবেই মেসি সর্বকালের সেরা। সাক্ষাতকারে জাভি বলেন, মেসির মতো আর কেউ নেই, আর কেউ আসবেও না। ভাল ভাল ফুটবলার আসবে। কিন্তু কেউই মেসির সমপর্যায়ের হবে না। এতগুলো বছর ধরে শীর্ষে থা?কা, ব্যক্তিগত ও দলীয় এত এত ট্রফি জেতা, এই কীর্তি পেরিয়ে যাওয়া অসম্ভব। ভবিষ্যতে আর কেউ এতটা ব্যবধানে বাকিদের চেয়ে এগিয়ে থাকবে না, সেরারা কাছাকাছি মানের হবে। সাবেক স্প্যানিশ তারকা বলেন, মেসি ও রোনাল্ডোর মধ্যে লড়াই দেখিয়ে গল্প বানানোর চেষ্টা করা হয়, কিন্তু আমরা যারা ফুটবল বুঝি, তারা জানি তুলনা হওয়ার প্রশ্নই আসে না। জাভি বলেন, মেসি যখন তার ক্যারিয়ার শেষ করবে, তখন নেইমার থাকবে, ইডেন হ্যাজার্ডসহ আরও ৫-১০ জন থাকবে, যারা কাছাকাছি মানের। কিন্তু কারও পক্ষেই মেসির মতো অবিসংবাদিত হওয়া হবে না।
×