ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির উদ্যোগ

কারাগার থেকে মুক্তি পেলেন শতবর্ষী ওয়াহিদুন্নেছা

প্রকাশিত: ০৫:৫৭, ২০ জুলাই ২০১৬

কারাগার থেকে মুক্তি পেলেন শতবর্ষী ওয়াহিদুন্নেছা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ওয়াহিদুন্নেছা নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শতবর্ষী এক বন্দী নারী মুক্তি পেয়েছেন। প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগে এ নারী বন্দীকে মঙ্গলবার মুক্তি দেয়া হয়। তিনি চাঁদপুরের মতলব থানার জোড়াখালী গ্রামের সালামত প্রধানের স্ত্রী। কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার সুব্রত কুমার বালা জানান, প্রধান বিচারপতি এস কে সিনহা গত ২৯ জুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আসেন। এ সময় যে সকল বন্দী বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন এ রকম বন্দীদের একটি তালিকা প্রধান বিচারপতিকে দেয় কারা কর্তৃপক্ষ। প্রধান বিচারপতি কিছু বন্দীর সঙ্গে কথাও বলেন। এদের মধ্যে মুক্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন শতবর্ষী ওয়াহিদুন্নেছাও। তার কথা শুনে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান বিচারপতি। পরে কারা কর্তৃপক্ষ বিচার বিভাগে আপিল করলে সোমবার প্রধান বিচারপতি সাজা মওকুফ করে তাকে মুক্তির আদেশ দেন। সোমবার রাত ১১টার দিকে এ সংক্রান্ত একটি আদেশের কপি উক্ত মহিলা কারাগারে এসে পৌঁছায়। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। বিটিসিএলের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি বিটিসিএলের কার্যালয়সহ ঢাকার বাইরের সবকটি আঞ্চলিক কার্যালয়ে ওয়ার্কচার্জড কর্মচারীদের মৌলিক অধিকার স্থায়ী চাকরি (পেনশনভুক্ত) বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি। মঙ্গলবার সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বানে আয়োজিত বৈঠক থেকে এ দাবি জানানো হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ রুহুল কুদ্দুস তপনের সভাপতিত্বে বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বিটিসিএলের কার্যালয়সহ ঢাকার বাইরের প্রত্যেকটি আঞ্চলিক কার্যালয়ের ওয়ার্কচার্জড কর্মচারীদের মৌলিক অধিকার স্থায়ী চাকরি (পেনশনভুক্ত) বাস্তবায়নের জন্য বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন কর্তৃক উত্থাপিত সাবেক মন্ত্রী মুন্নুজান সুফিয়ানের চার নং সুপারিশকৃত প্রস্তাব জাতীয় বেতনস্কেলপ্রাপ্ত ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে পেনশনযোগ্য কর্মচারী হিসেবে গণ্য করে ডট এ ন্যস্ত করতে হবে। এ বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নথি প্রত্যাহারের প্রতিবাদে ইতোমধ্যে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উল্লিখিত পত্রের কার্যক্রম প্রত্যাহার করা না হলে সংগঠনের মহাসচিব মোঃ তোফাজ্জল হোসেন খন্দকার বৃহত্তর আন্দোলন কর্মসূচীর মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন। - বিজ্ঞপ্তি
×