ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যালকে এন জেড গ্রুপের এ্যাম্বুলেন্স প্রদান

প্রকাশিত: ০৫:৫৬, ২০ জুলাই ২০১৬

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যালকে এন জেড গ্রুপের এ্যাম্বুলেন্স প্রদান

এন জেড গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান খান কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছেন। এন জেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান সোমবার বঙ্গভবনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এন এম নওশাদের কাছে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ উপস্থিত ছিলেন। খবর বাসসর মেডিক্যাল কলেজকে এ্যাম্বুলেন্স প্রদান করায় রাষ্ট্রপতি এন জেড গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই এ্যাম্বুলেন্স পাওয়ার ফলে হাওড় এলাকাসহ কিশোরগঞ্জের দরিদ্র মানুষ উপকৃত হবে। তিনি সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসারও আহ্বান জানান। রাষ্ট্রপতি চিকিৎসা সেবাকে একটি মহৎ পেশা উল্লেখ করে বেসরকারী মেডিক্যাল কলেজগুলো বাণিজ্যিক চিন্তা-ভাবনা না করে আর্তমানবতার সেবাকে অধিক গুরুত্ব দেয়ার আহ্বান জানান। জঙ্গীবাদে জড়িতদের সঙ্গে কোন ঐক্য নয় ॥ ইমরান স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদের সঙ্গে যুক্ত ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের সঙ্গে কোন ঐক্য নয় বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঘোষিত ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান তারা। এদিকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। কেন্দ্রীয়ভাবে শাহবাগের প্রজন্ম চত্বরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মীসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন। “প্রতিরোধ ঘরে ঘরে” কর্মসূচীর দ্বিতীয় দিনের গণসংযোগের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ইমরান এইচ সরকার। এসময় তিনি বলেন, বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর ও জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করার যে অপচেষ্টা চলছে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছি। জঙ্গীবাদ এখন আর নেহাত কোন রাজনৈতিক বিষয় নয়, এটি রীতিমতো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা মনে করি, যূথবদ্ধ রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেই এই সমস্যার প্রতিকার সম্ভব। এ সময় বুধবার বিকেল চারটায় শাহবাগসহ দেশব্যাপী অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান।
×