ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন করুন ॥ চিকিৎসকদের প্রতি ডাঃ কামরুল

প্রকাশিত: ০৫:৫৬, ২০ জুলাই ২০১৬

কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন করুন ॥ চিকিৎসকদের প্রতি ডাঃ কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, প্রত্যেককে নিজ নিজ সম্মান ও মর্যাদা অনুধাবন করে কর্মক্ষেত্রে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। এ জন্য দায়িত্ববোধ সম্পর্কে জানা ও বোঝার পাশাপাশি এ বিষয়ে সচেতন হওয়াটাও জরুরী। (বিএসএমএমইউ) শিক্ষকবৃন্দ তাঁদের মর্যাদা অনুধাবন করে যথাযথ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন এটাই সকলের প্রত্যাশা। প্রশাসন ও ব্যবস্থাপনার ওপর ওরিয়েন্টশন প্রোগ্রাম এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসনিক ও ব্যবস্থাপনার বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজ নিজ দায়িত্ববোধ সম্পর্কে আরও বেশি সচেতন করে তুলবে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ক্লাসরুমে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত সহকারী অধ্যাপকদের জন্য ‘প্রশাসন ও ব্যবস্থাপনার’ ওপর প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা.ঃ মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, পরিচালক (মানবসম্পদ) ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফা, অর্থোডনটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে পরিচালক (মানবসম্পদ) ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফা বলেন, এ বিশ্ববিদ্যালয়ে দক্ষ প্রশাসন গড়াই মানব সম্পদ বিভাগের একমাত্র লক্ষ্য। দক্ষ প্রশাসনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে সুচারু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কর্মসূচীর তিন দিনে প্রথম দু’ ব্যাচে প্রায় ৫০ জন সহকারী অধ্যাপককে প্রশিক্ষণ দেয়া হবে। তবে এ পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচীর অধীনে মোট ১২৫ জন সহকারী অধ্যাপককে এ প্রশিক্ষণ দেয়া হবে। -বিজ্ঞপ্তি
×