ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুমার খুতবা কারও ওপর চাপিয়ে দেয়া হয়নি ॥ প্রণয়ন কমিটি

প্রকাশিত: ০৫:৫৫, ২০ জুলাই ২০১৬

জুমার খুতবা কারও ওপর চাপিয়ে দেয়া হয়নি ॥ প্রণয়ন কমিটি

জুমার খুতবা সম্পর্কে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ইসলামিক ফাউন্ডেশন গঠিত খুতবা প্রণয়ন কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এ প্রসঙ্গে খুতবা প্রণয়ন কমিটির বক্তব্য নিম্নরূপ : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দীর্ঘকাল যাবত জুমার খুতবা প্রণয়ন ও উপস্থাপন করা হয়ে থাকে। এ মসজিদের শ্রদ্ধেয় খতিব মরহুম মুফতি সৈয়দ আমীনুল ইহসান (রহ) এবং মরহুম মাওলানা উবায়দুল হক (রহ) নিজেরা খুতবা প্রণয়ন করে উপস্থাপন করতেন। বর্তমানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেবগণসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও খতিবগণের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে পবিত্র কোরান-সুন্নাহর আলোকে জুমার খুতবা প্রণয়ন করা হয়ে থাকে এবং তা নিয়মিতভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থাপিত হয়ে আসছে। ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ শিক্ষায় শিক্ষিত কর্মকর্তা-কর্মচারী খুতবা প্রণয়ণের সঙ্গে সম্পৃক্ত নন। এ কমিটিতে শুধু দেওবন্দ, হাটহাজারী ও পটিয়া মাদ্রাসাসহ মিসরের আল আযহার ও মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত বিশেষজ্ঞ আলেম-ওলামা সম্পৃক্ত রয়েছেন। এ খুতবা পবিত্র কোরান-সুন্নাহর আলোকে দেশের প্রচলিত প্রায় সকল খুতবার কিতাবকে সামনে রেখে প্রণয়ন করা হয়ে থাকে। এখানে কারও ব্যক্তিগত মতামত তুলে ধরা হয়নি এবং এর কোন অবকাশও নেই। দেশের অন্যান্য মসজিদের খতিব ও ইমামগণ যাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জন্য প্রণীত খুতবা থেকে ধারণা নিয়ে খুতবা উপস্থাপন করতে পারেন, এ উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন মসজিদে শুধু নমুনা হিসেবে খুতবা প্রেরণ করছে। উক্ত খুতবা কারও ওপর চাপিয়ে দেয়া হয়নি কিংবা কারও জন্য নির্দিষ্ট করে দেয়া হয়নি। ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না। ইসলামের নাম ব্যবহার করে কেউ যাতে ইসলামবিধ্বংসী কাজে জড়িত না হয়, পবিত্র কোরান-সুন্নাহর আলোকে তা জনগণের সামনে তুলে ধরা মুসলিম উম্মাহর প্রত্যেক খতিব, ইমাম ও আলেম-ওলামার দায়িত্ব। তাঁরাই নায়েবে রাসূল (স) হিসেবে মানুষকে হেদায়াতের পথে আহ্বান করবেন- এটাই ইসলামের দাবি। খুতবা প্রণয়ন কমিটি প্রণীত কোন খুতবায় যদি ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে তা লিখিতভাবে ইসলামিক ফাউন্ডেশনকে অবহিত করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। খুতবার ভুলভ্রান্তির বিষয় গণমাধ্যমে প্রকাশ করলে সাধারণ মুসলমানগণ বিভ্রান্ত হতে পারেন। যদি কেউ পবিত্র কোরান-সুন্নাহর আলোকে খুতবা প্রণয়ন করে ইসলামিক ফাউন্ডেশনে প্রেরণ করেন তাহলে তা সাদরে গৃহীত হবে এবং তা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থাপনসহ দেশব্যাপী বিতরণের ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া আরবী ভাষায় পারদর্শী কোন বিশেষজ্ঞ আলেম খুতবা প্রণয়ন কমিটিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী হলে ইসলামিক ফাউন্ডেশন তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ ছাড়াও সামাজিক বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে ইসলামের মৌলিক বিষয়ের ওপর পবিত্র কোরান-সুন্নাহর আলোকে খুতবা প্রণয়ন করে নিয়মিতভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থাপন এবং দেশব্যাপী বিতরণ করা হবে। এ ব্যাপারে আমরা দেশের সর্বস্তরের শ্রদ্ধেয় আলেম-ওলামাগণের সুপরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি। -বিজ্ঞপ্তি
×