ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

প্রকাশিত: ০৫:৫৫, ২০ জুলাই ২০১৬

রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর নিহতের স্বামী সালামিন গা ঢাকা দিয়েছে। এদিকে ফকিরাপুলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। অপরদিকে কামরাঙ্গীরচরে তিনতলা ভবনের সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া লালবাগে একটি মোবাইল দোকান থেকে চারটি বোমাসদৃশ বস্তুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর মিরপুরে সানজিদা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তার স্বামী সালামিন। এমন অভিযোগ করেছে প্রতিবেশীসহ পুলিশ। সোমবার মধ্যরাতে শাহআলী থানাধীন মিরপুর ১ নম্বর সেকশনের এ ব্লকের ৪ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতের পেটে ও বুকে একাধিক ধারালো ছোরার আঘাতের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। নিহতের পাশের ফ্ল্যাটের বাসিন্দা নূরজাহান বেগম জানান, সোমবার রাত দেড়টার দিকে সানজিদা আক্তার চিৎকার করতে করতে ফ্ল্যাট থেকে বের হয়ে সবাইকে জানান তার স্বামী তাকে কুপিয়ে পালিয়ে গেছে। তখন সানজিদা আক্তারের পেট-পিঠসহ সারা শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। ওই অবস্থায় তিনি রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহআলী থানার ওসি মোঃ সালাউদ্দিন জানান, সানজিদার স্বামীর নাম সালামিন। তিনি মিরপুরে ফলের ব্যবসা করেন। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক কলহের জের ধরে সালামিন তার স্ত্রীকে ছুরি মেরে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করে দেখা হচ্ছে। সালামিন খোঁজা হচ্ছে। ঘটনার পর নিহতের স্বামী সালামিন গা ঢাকা দিয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাতেই ওই নারীকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনলে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্বামী তাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সিঁড়ির ফাঁকে পড়ে শিশুর মৃত্যু ॥ রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকার একটি ভবনের তৃতীয় তলার সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে শ্রাবণ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম খোকন মিয়া। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। মৃতের নানী শিলা বেগম জানান, তারা বড় গ্রামের ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে শ্রাবণ ওই ভবনে খেলতে খেলতে সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটি লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু ॥ রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় মর্তুজ আলী (৫৫) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। নিহত মর্তুজ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। তিনি গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাওয়ে। বোমাসদৃশ বস্তুসহ দুজন আটক ॥ রাজধানীর লালবাগ এলাকার একটি মোবাইল সার্ভিসিং দোকান থেকে চারটি বোমাসদৃশ বস্তুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। ডিএমপি লালবাগ বিভাগের অতিরিক্ত-কমিশনার নাজির আহমেদ খান জানান, রাতে এক ব্যক্তির দেয়া তথ্যে ভিত্তিতে লালবাগ থেকে কয়েক গজ পশ্চিমে একটি মোবাইল সার্ভিসিং দোকান থেকে স্কচটেপ মোড়ানো চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যা ছোট কাঁচের বোতলের মধ্যে লাল ও কালো স্কচটেপ মোড়ানো রয়েছে। এইগুলো বোমা কিনা তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যে দোকান থেকে বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়েছে সেই দোকানের মালিক ও তথ্যদাতাকে থানায় এনে জিজ্ঞাসবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের অতিরিক্ত কমিশনার নাজির। তথ্যদাতাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই দোকানদারকে ফাঁসানোর জন্য বিষয়টি সাজানো কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।
×