ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইচ্ছা থাকলেই উপায়

প্রকাশিত: ০৫:৫৪, ২০ জুলাই ২০১৬

ইচ্ছা থাকলেই উপায়

দুই বন্ধু। একজনের হাত নেই। অন্যজন দৃষ্টিহীন। সমাজ তাঁদের নাম দিয়েছে শারীরিক প্রতিবন্ধী। কিন্তু দু’জনে মিলে তাঁরা যে কাজ করেছেন তা চ্যালেঞ্জ জানাতে পারে যে কোন সুস্থ-সবল মানুষকেও। কী করেছেন তাঁরা? বাধা-বিপত্তি পেরিয়ে প্রায় ১ এক লাখ ২০ হাজার গাছ লাগিয়েছেন তাঁরা। এক যুগ আগে এই দুজনের পরিচয়। চীনের বাসিন্দা জিয়া হাক্সিয়া ও জিয়া ওয়েংকুই। হাক্সিয়া দৃষ্টিহীন। অন্যদিকে ওয়েংকু হারিয়েছিলেন তাঁর হাত। কিন্তু একজন যদি অন্যজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, একজনের দৃষ্ট যদি অন্যজনকে পথ দেখাতে পারে, তবে যে কী কর্মযজ্ঞ করা যায় তাই করে দেখিয়েছেন এই দুজন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে একসময় দু’জনেরই চাকরি জুটছিল না। সে সময়ই একে অপরের বন্ধু হয়ে ওঠেন তাঁরা। ঠিক করেন এমন কাজ করবেন যা দৃষ্টান্ত হয়ে থাকবে । তখনই গাছ লাগানোর সিদ্ধান্ত। কিন্তু একে তো শারীরিক প্রতিবন্ধকতা, তার ওপর অর্থের ভাবনা তাঁদের ভাবিয়েছিল। শেষমেশ কোন কিছুরই তোয়াক্কা করেননি তাঁরা। সকাল সকাল দুই বন্ধু বেরিয়ে পড়তেন। তারপর শুরু করতেন গাছ লাগানো। কাজ করার ক্ষেত্রে একজনের যেখানে খামতি তা পূরণ করতেন অন্যজন। প্রথমে নিজেদের গ্রামের আশপাশেই গাছ লাগাতেন। পরে অনুর্বর এক জমি ভাড়া নিয়ে সেখানেই গাছ লাগানো শুরু করেন। আর এভাবেই ১২ বছরে প্রায় ১ লাখ ২০ হাজার গাছ লাগিয়ে ফেলেছেন তাঁরা। -ওয়েবসাইট ।
×