ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসলাম চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশিত: ০৫:৫২, ২০ জুলাই ২০১৬

আসলাম চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিস্ফোরক আইনের একটি মামলায় আলোচিত মোসাদ কানেকটেড বিএনপি নেতা আসলাম চৌধুরীকে রিমান্ডে নিতে পুলিশের একটি আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন এ আদেশ দেন। পুলিশের অতিরিক্ত কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, চকবাজার থানা পুলিশের পক্ষ থেকে আসলামকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দন্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- কার্যকর হওয়ার পর গত ১১ মে চট্টগ্রামের প্যারেড মাঠে গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতে ইসলামী। কিন্তু জানাজা ঠেকাতে ছাত্রলীগ সেখানে অবস্থান নেয়। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হঠাৎ ফাঁকা গুলিবর্ষণ ও ইট পাটকেল নিক্ষেপ করতে করতে মাঠে ঢুকে পড়ে। আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রলীগের জমায়েত। সিএমপির চকবাজার থানায় এ ব্যাপারে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের হয়।
×