ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেরপুরে সরকারী ভবন মসজিদ ও আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলার হুমকি

প্রকাশিত: ০৫:৫০, ২০ জুলাই ২০১৬

শেরপুরে সরকারী ভবন মসজিদ ও আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলার হুমকি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ জুলাই ॥ কথিত ‘আইএস’ ও ইসলামী ছাত্রশিবিরের নামে চিঠি দিয়ে শেরপুরের নকলায় মসজিদ, ইউএনও অফিস, থানা ভবন ও আওয়ামী লীগ নেতার বাসা গ্রেনেড ও বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। সোমবার রাতে নকলা উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও ব্যবসায়ী অনিল কুমার রায়ের বাড়িতে এ চিঠি দেয়া হয়। এ ঘটনায় রাতেই নকলা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাস্তায় বসানো হয় চেকপোস্ট। অনিল রায় জানান, চিঠিতে ছাত্রশিবির ও আইএসের বরাত দিয়ে বলা হয়, ‘৫০ সদস্যের একটি দল একযোগে ২০০ গ্রেনেড মেরে অনিল রায়ের বসতবাড়ি, নকলা উপজেলা সদরের সকল মসজিদ, ইউএনও অফিস ও থানা ভবন উড়িয়ে দেয়া হবে। এছাড়া একটি এনজিওতে কর্মরত বরিশালের বাসিন্দা দুই খ্রীস্টান সম্প্রদায়ের সদস্যকেও হত্যা করা হবে।’ দুই পৃষ্ঠার ওই চিঠির উপরের অংশে আরবীতে লেখা এবং নিচের অংশে আরবীর বাংলা অনুবাদ করা হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ বলেন, এ সময়ে দেশে যেহেতু বড় ধরনের হামলা-নাশকতার ঘটনা ঘটছে, সেহেতু হুমকির বিষয়টিকে একেবারে উড়িয়ে দেয়া যায় না। আশঙ্কা মাথায় রেখেই শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে দু’দফায় পৃথক মতবিনিময় সভা করা হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম বলেন, প্রায় আট মাস আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভবন উড়িয়ে দেয়া হবে- এমন হুমকি দিয়ে আমাদের কাছেও কাফনের কাপড় পাঠানো হয়েছিল। যারা ওই সব কাজ করে তারা ভীরু ও কাপুরুষ।
×