ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেক্সিমকোর লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:১১, ২০ জুলাই ২০১৬

বেক্সিমকোর লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের লেনদেন বেড়েছে। মঙ্গলবারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে কোম্পানিটির মোট ১০ কোটি টাকা লেনদেন হয়েছে। দিনটিতে বেক্সিমকোর মোট ৪১ লাখ ৬৯ হাজার ৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে কোম্পানিটির দর বেড়েছে শূন্য দশমিক ২০ টাকা। জানা গেছে, সোমবারে দেশীয় দর্শকদের মানসম্পন্ন ট্রাভেল কনটেন্ট দেখার সুযোগ করে দিতে বিশ্বের শীর্ষস্থানীয় ভ্রমণ চ্যানেল ট্রাভেল এক্সপি আনলো দেশের প্রথম ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রিয়েলভিউ। বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের মালিকানায় ও পরিচালনায় থাকা রিয়েলভিউ দেশের প্রথম ডিরেক্ট-ট-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দর্শকদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি নতুন নতুন চ্যানেল সংযোজনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে রিয়েলভিউ। নতুন এ চ্যানেল যুক্ত করা সম্পর্কে রিয়েলভিউর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমিত্রি লেপিস্কি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু দর্শক রয়েছেন। ট্রাভেল এক্সপি তাদের উৎসাহ ও আকাক্সক্ষা পূরণ করতে সক্ষম হবে। এর আগে ২০১৫ সালের সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ৬৯১ কোটি টাকা। কোম্পানির মোট ১০০ শতাংশ শেয়ারের মধ্যে ২০.১৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫.৪৯ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৯.৭৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.৫৭ শতাংশ শেয়ার রয়েছে। ব্লক মার্কেটে ৯ কোটি টাকা লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪ কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলো মোট ১৩ লাখ ৫১ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৮ লাখ টাকা। মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এই ব্যাংক ১০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯০ লাখ টাকা। ব্র্যাক ব্যাংক ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যাংকটি ১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ লাখ ৩০ হাজার ৫০০ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি ৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
×