ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবি ছাত্রলীগের কমিটি ঘোষণা ॥ আজ ধর্মঘট

প্রকাশিত: ০৪:১০, ২০ জুলাই ২০১৬

চবি ছাত্রলীগের কমিটি ঘোষণা ॥ আজ ধর্মঘট

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় উত্তেজনা বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। কমিটিতে পদবঞ্চিত ও আশানুরূপ পদ না পাওয়ায় আজ বুধবার চবিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগের একটি অংশ। অন্যদিকে কমিটিতে পদ প্রাপ্তরা এ ধর্মঘট অবৈধ ঘোষণা করে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। এর আগে মঙ্গলবার দুই দফায় চবির মূল ফটকে তালা দিয়েছে পদবঞ্চিত ও আশানুরূপ পদ না পাওয়া নেতাকর্মীরা। প্রথম দফায় বেলা সাড়ে ১২টা ও পরবর্তীতে বেলা দেড়টায় চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করে তারা। ক্যাম্পাস থেকে দুপুর দেড়টার শাটল ট্রেনও অবরোধ করা হয়। সোমবার চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগের একাংশ। পাশাপাশি তারা কমিটি পুনর্গঠনে কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। কিন্তু অভ্যন্তরীণ উত্তেজনা ও পারস্পরিক উস্কানির প্রেক্ষিতে বিদ্রোহীরা মঙ্গলবার ফের চবির মূল ফটকে তালা দেয় ও সড়ক অবরোধসহ শাটল ট্রেন অবরোধ করে। অবরোধকারীরা বলছেন, দীর্ঘদিন যারা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, শিবিরবিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে তারা বর্তমান কমিটিতে বঞ্চিত হয়েছে। বরং অনুপ্রবেশকারী, দুষ্কৃতকারীসহ যাদের কারণে চবি ছাত্রলীগের ভাবমূর্তি বারবার ক্ষুণœ হয়েছে তাদেরকেই পুরস্কৃৃত করা হয়েছে। চবি ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর টিপু বলেন, ‘যেখানে পুরো ছাত্রলীগের অভিভাবক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটিতে স্বাক্ষর করেছেন সেখানে কমিটি নিয়ে আর কিছু বলার সুযোগ নেই।’ কক্সবাজার ও মাগুরায় দুই খুন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জমির বিরোধ নিয়ে পেকুয়ায় দু’পক্ষের সংঘর্ষে সাজেদা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বারবাকিয়া কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। সাজেদা বেগম নুরুল আবছারের স্ত্রী ও ছয় সন্তানের জননী। এ ঘটনায় চিকিৎসাধীন তিন নারীকে আটক করেছে পুলিশ। আটকরা হয়েছে ছাবের আহমদের স্ত্রী মনোয়ারা বেগম, আব্দুস ছালামের স্ত্রী খদিজা বেগম ও নুরুল আলমের স্ত্রী পারভিন আক্তার। নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, সোমবার রাতে মহম্ম্দপুর উপজেলার ভবানীপুর গ্রামে দুদলের মধ্যে সংঘর্ষে আব্দুর রশিদ বিশ্বাস (৩৭) নামে এক ঘটক নিহত এবং অপর একজন আহত হযেছে । নিহত ব্যক্তি উক্ত গ্রামের জেবন বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন বিয়ের ঘটক। জানা যায়, মহম্মদপুর উপজেলার ভবানীপুর গ্রামে জনৈক ফিরোজ ম-লের শ্যালিকার বিয়ের ঘটক আব্দুর রশিদের মাধ্যমে হয়। ঘটকালীর জন্য আব্দুর রশিদকে ১০ হাজার টাকা দেবার কথা ছিল । বার বার টাকা চাইলে ফিরোজ ম-ল টাকা না দেয়ায় আব্দুর রশিদের সাথে বিরোধের সৃষ্টি হয় । আব্দুর রশিদ পাওনা ১০ হাজার টাকা চাইতে ফিরোজ ম-লের বাড়িতে গেলে দুজনের ঝগড়ার এক পর্যায়ে ফিরোজ ম-ল লোকজন নিয়ে আব্দুর রশিদকে মারপিট করলে সে গুরুতর আহত হয় । মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। চট্টগ্রামে কাঠুরিয়ার লাশ উদ্ধার চট্টগ্রাম অফিস/মিরসরাই সংবাদদাতা ॥ মিরসরাইয়ের মহামায়া লেকে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুদিন পর ভেসে উঠেছে শাহাদাত হোসেন (২২) নামের এক কাঠুরিয়ার লাশ। মঙ্গলবার ভোরে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে শাহাদাতসহ ৬-৭ জন মহামায়া লেক এলাকার পাহাড়ে বাঁশ আনতে যায়। বিকেলে বাঁশ নিয়ে সাঁতার কেটে ফেরার সময় লেকের বাঁধ থেকে প্রায় দু’শ’ মিটার দূরে তিনি ডুবে যান। শাহাদাত হোসেন মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের আলী আহম্মদের পুত্র। সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তি স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারের পাওয়ার প্ল্যান্টের কাছে ডোবা থেকে সিরাজগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার দুপুরে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। সদর থানার এসআই আব্দুল বারেক জানান, সকালে স্থানীয়রা পাওয়ার প্ল্যান্টের উত্তরপাশের জঙ্গলে জ্বালানি (খড়ি) কুড়াতে গিয়ে জঙ্গলের ডোবার ভেতর মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৯ জুলাই ॥ একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলায় অভিযুক্ত কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে সোমবার রাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত ১১টায় স্থানীয় সাহিতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, সান্দিকোনা ইউনিয়নের রায়জুরা গ্রামের আবু তাহের পুলিশের তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড আসামি। তার বিরুদ্ধে সান্দিকোনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ আলী হত্যাসহ অন্তত ১০টি হত্যা, চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে মামলা রয়েছে। চট্টগ্রামে ১০ লাখ ইয়াবা উদ্ধার ॥ আটক দুই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে অভিযানে একের পর এক চালান আটক হলেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইয়াবা পাচারকারীরা। স্থলপথে অনেক চেকপোস্ট থাকায় তাদের পছন্দ জলপথ। মিয়ানমার থেকে পাচার হয়ে আসা এসব ইয়াবা কক্সবাজার থেকে চট্টগ্রাম তথা দেশের বিভিন্ন অঞ্চলে পরিবাহিত হয় মাছ ধরার ট্রলারসহ বিভিন্ন ধরনের জলযানে। সুবিধামতো কিছুদূর সড়ক আবার কখনও বা জলপথ ব্যবহার করছে পাচারকারীরা। গত সোমবার রাতে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১০ লাখ ইয়াবা ট্যাবলেট। একই অভিযানে আটক করা হয় দুজনকে। গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ড সূত্রে জানানো হয়, আনোয়ারায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয় সোমবার রাতে। কোস্টগার্ড পূর্ব জোনের সদস্যরা দু’জনকে আটক করতে সক্ষম হয়। প্রথম অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ আটক করা হয় মোহাম্মদ হোসেন (৫৫) ও দয়াল কৃষ্ণ (৪০) নামের দুজনকে। পরে একই এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আরও ৯ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার কোস্টগার্ড পূর্বজোন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবহিত করেন লে. কমান্ডার জুলহাস ফয়সাল। গাছের চারা বিতরণ নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি, ১৯ জুলাই ॥ কুমিল্লার তিতাসে ইসলামী ব্যাংক গৌরীপুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় গ্রাহকদের মাঝে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক গৌরীপুর শাখার শাখা প্রধান নূরউল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের ভাইস প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন, পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হালিম। রূপগঞ্জে চাঁদা না দেয়ায় অপহরণ নিজস্ব সংবাদদাতা,রূপগঞ্জ,১৯ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় দেলোয়ার নামে এক কৃষককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ সাবরেজিস্ট্রি এলাকায়। উপজেলার খাস দাউদপুর এলাকার শাহেরা ও নুরজাহান জানান, তারা ও তার ভাই দেলোয়ার ওয়ারিশসূত্রে প্রাপ্ত একটি জমি বিক্রি করতে মঙ্গলবার রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে আসেন। দলিল সম্পাদনের প্রস্তুতি চলাকালে খাস দাউদপুর এলাকার ইয়াছিন, খাস পুটিনা এলাকার মোমেন, খাস কামালকাঠি এলাকার দুলালসহ ৫জনের একটি সংঘবদ্ধ চাঁদাবাজ তাদের জমি বিক্রি করলে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দেয়ার কথা অস্বীকার করলে প্রকাশ্যে দেলোয়ারকে মারধর করে জোরপূর্বক অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় দুই বোন শাহেরা ও নুরজাহান দৌড়ে থানার ভেতরে আশ্রয় নেয়। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৯ জুলাই ॥ সৌদি আরবের রিয়াদে ভবন থেকে পড়ে আব্দুর রহমান (৫০) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আব্দুর রহমানের বাড়ি মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে। তার পিতার নাম রুস্তম মোল্লা। সে ভবনে রং করার সময় নিচে পড়ে গিয়ে মারা গেছে বলে তার কর্মীরা ফোনে পরিবারকে জানিয়েছে। এদিকে আব্দুর রহমানের মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে বলে জানা গেছে। আব্দুর রহমানের পারিবারিক সূত্র জানায়, প্রায় এক যুগ ধরে আব্দুর রহমান সৌদি আরবের রিয়াদে চাকরি করছে। গত দুই বছর আগে ছুটিতে দেশে এসে ঘুরে যায় সে। মঙ্গলবার সকালে সৌদি আরব থেকে রিপন নামে তার এক সহকর্মী ফোনে পরিববারকে জানান, বহুতল ভবনে রংয়ের কাজ করার সময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়েছে।
×