ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নড়াইলে খেয়াঘাট দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

প্রকাশিত: ০৪:০৯, ২০ জুলাই ২০১৬

নড়াইলে খেয়াঘাট দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৯ জুলাই ॥ কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী খেয়াঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িখালী খেয়াঘাট দখলকে কেন্দ্র করে ইউসুফ এবং ধলা মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ইউসুফ গ্রুপের লোকজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে কালু শেখের অবস্থা গুরুতর। তবে, অন্যদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের খুলনা এবং কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতজন গুলিবিদ্ধের কথা স্বীকার করে সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বেড়ায় আহত ১৫ সংবাদদাতা, বেড়া, পাবনা থেকে জানান, বেড়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা ও ভাগ্নে গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়েছেন। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার আমিনপুর থানার দুর্গাপুর কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুর কারিগরপাড়ার আব্দুর রশিদ ও তার ভাগ্নে নজরুল প্রাং গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২ ভালুক শাবক উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় রাতের আঁধারে অন্যত্র সরবরাহ কালে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ২টি ভালুক শাবক উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার রাত ২টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নলবিলা ফরেস্ট বিট কাম চেক স্টেশনের দায়িত্বরতরা ওই ভাল্লুক শাবক দুটি উদ্ধার করে। ওই বাসের বাক্সের ভিতর থেকে চটের বস্তা মোড়ানো একটি কার্টুন থেকে আনুমানিক বয়স ৬ থেকে ৭ মাস এব ৪-৫ কেজি ওজনের ভাল্লুকের উদ্ধার করা হয়। ১১০ জনকে সম্মাননা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ জুলাই ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১১০ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদান করে পাহাড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার সন্ধ্যায় উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের এসব কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের চার হাজার ৬৪০ কর্মকর্তা-কর্মচারীর মধ্য থেকে বাছাই করে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখা এসব কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
×