ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত তিন

প্রকাশিত: ০৪:০৮, ২০ জুলাই ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত তিন

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে দুই ও বাগেরহাটে একজন নিহত হয়েছে। রায়পুরে স্কুলবাস খালে পড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। ঝিনাইদহ ॥ সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে রাস্তা পারাপারের সময় অসীম উদ্দিন জোয়ার্দ্দার (৬৫) নামের বৃদ্ধ ও সোমবার রাতে সদর উপজেলার মধুপুর অজ্ঞাত (৪৫) এক নারী ট্রাক চাপায় নিহত হয়েছেন। পুলিশ জানায়, অসীম উদ্দিন জোয়ার্দ্দার রাস্তা পারাপারের সময় ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের ছানার উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে। অপরদিকে রাতে একটি ট্রাক এক নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাগেরহাট ॥ মাহেন্দ্র থেকে পড়ে মঙ্গলবার বিকেলে শেখ রফিকুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। জেলা জজ আদালতের সমনে খুলনা-বাগেরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম জেলার মংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের গোয়ালিরমেঠ গ্রামের মৃত নেসার উদ্দিনের ছেলে। কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফিরতে বাগেরহাট জেলা জজ আদালতের সামনের মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্রে ওঠার সময় রাস্তার উপর পড়ে যান তিনি। রায়পুর, লক্ষ্মীপুর ॥ রায়পুরে ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কাজী ফারুকী স্কুল এ্যান্ড কলেজের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১০ ছাত্রছাত্রী আহত হয়েছে। রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চালতাতলী এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত দু’ছাত্রের অবস্থা গুরুতর বলে জানায় পুলিশ। চট্টগ্রাম বন্দর জেটিতে তল্লাশি অপারেশন আইরিন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অস্ত্র, বিস্ফোরক ও মাদকের অবৈধ চালান বন্ধে চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার শেষ হয়েছে দুদিনব্যাপী তল্লাশি অভিযান ‘অপারেশন আইরিন।’ বিজিবির ডক স্কোয়াড দিয়ে শুল্ক ও গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। তবে দুদিনের অভিযানে উল্লেখ করার মতো কিছুই পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সদস্যরা। তল্লাশি চালানো হয় বন্দর জেটিতে। বিজিবির ডক স্কোয়াডের তিনটি কুকুর ব্যবহৃত হয় এ অভিযানে। মঙ্গলবার বেলা এগারোটায় তল্লাশি শুরু হয় বন্দরের ১২ নম্বর শেডে।
×