ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অধ্যাপক রেজাউল হত্যা

রাবি শিক্ষার্থী অনিন্দ্যকে ফের রিমান্ডে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৪:০২, ২০ জুলাই ২০১৬

রাবি শিক্ষার্থী অনিন্দ্যকে ফের রিমান্ডে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় একই বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (২৬) তৃতীয় দফায় ফের রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে নগর গোয়েন্দা পুলিশের হেফাজতে তিন দিনের রিমান্ডে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। একই দিন বিকেলে দুই দিনের রিমান্ড শেষে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে রাজশাহী মহানগর হাকিম আদালত-৫-এ তোলেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক। শুনানি শেষে বিচারক কুদরাত-ই-খুদা তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, জিজ্ঞাসাবাদে পুলিশ তার কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাকে আরেক দফা রিমান্ডে নেয়া হয়েছে। অনিন্দ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা নগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলায় গত ২ জুলাই রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। ৩ জুলাই আদালতে পাঠিয়ে প্রথমে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। পুলিশ এক জেএমবি সদস্যসহ মোট নয়জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন হত্যাকা-ে সরারসি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দীও দিয়েছেন। পাবনায় জীবন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ জুলাই ॥ জীবন কুমার সূত্রধর হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে বিশেষ দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে পাবনা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় দেন। যাবজ্জীবন কারাদ-াদেশপ্রাপ্তরা হলোÑ পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার শ্রী স্বপন বসাকের ছেলে সৌহার্দ বসাক সুমন, অনিল কুমারের ছেলে মানিক কুমার, আব্দুল জলিল দিপুর ছেলে আমিনুল ইসলাম মিন্টু, নারায়ণ কুমার দাসের ছেলে তাপস কুমার দাস ও পাবনা সদর উপজেলার মালিগাছা গ্রামের ইছহাক আলীর ছেলে ইমরান হোসেন। সাজাপ্রাপ্ত যুবকরা জীবন কুমার সূত্রধরকে মাদকদ্রব্য ক্রয়ের জন্য টাকা দেয়। সে মাদক না কিনে টাকা আত্মসাত করায় তারা জীবনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। লক্ষ্মীপুরে বৃক্ষমেলা নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৯ জুলাই ॥ বৃক্ষরোপণ অভিযান, কৃষি প্রযুক্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। এ মেলা ২৬ জুলাই পর্যন্ত চলবে। এতে বনজ, ফলদসহ বিভিন্œ প্রজাতির গাছের চারার ২০টি স্টল খোলা হয়। এর আগে ‘জীবিকার জন্য গাছ-জীবনের জন্য গাছ’- এ সেøাগান সামনে রেখে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। স্কুল ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৯ জুলাই ॥ মঙ্গলবার দুপুরে উপজেলার বগাজান এডুকো শিক্ষালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী ওই ভবনটি উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার প্রমুখ।
×