ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গী হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৩:৫৯, ২০ জুলাই ২০১৬

জঙ্গী হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সারাদেশ। মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন বিক্ষোভ, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা জঙ্গীবাদ নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। সাতক্ষীরা ॥ ‘সন্ত্রাস, জঙ্গীবাদ রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই সেøাগান সামনে রেখে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা শাখা। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি শিক্ষক এম সুশান্তর সভাপতিত্বে এ কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লায়লাপারভীন সেজুুতি, ডাঃ আব্দুল হামিদ, অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক আমজাদ হোসেন, সুপার আব্দুল্লাহ, হাবিবুর রহমান, জাফর উল্লাহ, সুব্রুত দাশ, সাইফুল আলম, লিটন হোসেন প্রমুখ। সিলেট ॥ ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)’র উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কেন্দ্রীয় সদস্য শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার চৌধুরী সাব্বিরের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ মাহমুদুল হক আক্কাছ। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক তালুকদার মকবুল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য ফখরুদ্দিন, আলী হোসেন, সফর আলী, সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য ওসমান গনি, আব্দুর রউফ, নুরুল হক, দারা খান প্রমুখ। বাগেরহাট ॥ স্বাধীনতা উদ্যানে মঙ্গলবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশাল সমাবেশ ভিপি সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাটেও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার মুনসুর আলীর সভাপতিত্বে অনুরূপ সমাবেশ হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার আলী। সভায় আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। পাবনা ॥ স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখা সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন শেষে স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পাবনা কলেজের অধ্যক্ষ জুহা মোহাম্মদ আতিকুল্লাহ, আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আশরাফুল আলম, হাজী জসিমউদ্দিন কলেজের অধ্যক্ষ নাজমুল হোসেন বিশ্বাস, মুনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছামাদ খান, হাবু স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাঁথিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক আশরাফুল আলম মজনু, জুবলী গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমুখ। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোয়ারা বেগম, পুলিশ সুপার মাহবুব আলম, র‌্যাবের কমান্ডার মহিউদ্দিন ফারুকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি প্রমুখ। কালিহাতী উপজেলার এলেঙ্গাতে জঙ্গীবিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ব¡রে জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাচিপ) উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল কবীরের সভাপতিত্বে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাকশিসের আহ্বায়ক অধ্যাপক আজহার আলী মিয়া, কালিহাতী উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, স্বাশিপের জেলা নেতা মোখলেছুর রহমান, কাশীনাথ মজুমদার পিংকু, এলেঙ্গা শামসুল হক ডিগ্রী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ নয়া মিয়া প্রমুখ। মানিকগঞ্জ ॥ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন পৃথকভাবে মতবিনিময় সভা করেছেন। এছাড়াও মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। বেলা ১১টার দিকে শহরের খানবাহদুর আওলাদ হোসেন খান কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পুলিশ প্রশাসন জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধ মতবিনিময় সভা করেছে। অধ্যক্ষ হোসনে আরা বেগমের সভাপতিত্বে পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ শিক্ষকরা বক্তব্য রাখেন। বেলা ১২টার দিকে জেলা প্রশাসক মিলনায়তনে শিক্ষক ও জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, সাংবাদিক গোলাম ছারোয়ার ছানুসহ শিক্ষক ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। এদিকে দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্যোগে শহরে বের করা হয় জঙ্গীবিরোধী মিছিল। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টু প্রমুখ। নড়াইল ॥ বিশাল মানববন্ধন, পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহরের প্রজন্ম চত্বরে মানববন্ধন শেষে একটি বিশাল পদযাত্রা বের হয়ে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মলয় কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের উপাধ্যাক্ষ বরুন কুমার বিশ্বাস, অধ্যাপক রবিউল ইসলাম, নড়াইল সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, আবদুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মনির মল্লিক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। কুড়িগ্রাম ॥ বৃষ্টি উপেক্ষা করে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদবিরোধী সচেতনতামূলক র‌্যালিতে থমকে যায় গোটা শহরের কার্যক্রম। জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠনের সহস্রাধিক মানুষের পদচারণায় তিন কিলোমিটারব্যাপী র‌্যালিতে কার্যত সড়কপথ অচল হয়ে পড়ে। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে কলেজমোড় ও প্রেসক্লাব হয়ে শাপলা চত্বরে সমবেত হয়। এ সময় কুড়িগ্রাম-চিলমারী এবং রংপুর-কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী, পৌর মেয়র আব্দুল জলিল প্রমুখ। রংপুর ॥ ১৪ দলের সমন্বয়ে গড়া রংপুর জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি মঙ্গলবার দুপুরে নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছে। এতে ১৪ দলের সম্বনয়ক, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জেলা জাসদ সাধারণ সম্পাদক শাখওয়াত হোসেন রাঙ্গাসহ ১৪ দলের নেতৃবৃন্দ। রাজশাহী ॥ মসজিদের খুৎবায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদবিরোধী প্রচার অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। রাজশাহীতে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা থেকে এ আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। এতে অংশ নেন রাজশাহীর বিভিন্ন মসজিদের ইমাম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে কর্মশালা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান, মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
×