ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৩:৪১, ২০ জুলাই ২০১৬

অন্যরকম

কচ্ছপের খোলস রহস্য কচ্ছপ তো আত্মরক্ষার কাজেই খোলস ব্যবহার করে থাকে কিন্তু প্রাচীনকালে এটি ভিন্ন উদ্দেশ্যে কচ্ছপ ব্যবহার করত। সম্প্রতি করা এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। প্রাচীন প্রোটো কচ্ছপের খোলসের ফসিল পরীক্ষা করে দেখা গেছে এগুলো মাটিতে গর্ত তৈরির কাজে ব্যবহার করা হতো, আত্মরক্ষার উদ্দেশ্যে নয়। আফ্রিকার দক্ষিণাঞ্চলে এই প্রজাতির কচ্ছপগুলো বসবাস করত। কচ্ছপের খোলসের বিবর্তনের বিষয়টি প্রাণী তত্ত্ববিদগণের কাছে বহুদিন ধরেই একটি রহস্যময় বিষয় ছিল। কারণ এ বিষয়ে খুব বেশি জীবাশ্ম পাওয়া যায়নি। সমীক্ষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের ডেনভার মিউজিয়াম অব নেচার এ্যান্ড সায়েন্সের প্যালেন্টোলজিস্ট মনে করেন, প্রাচীন কচ্ছপের বুকের হাড় প্রসারিত হয়েই পরবর্তী পর্যায়ে এগুলো খোলসের রূপ পেয়েছে। - গার্ডিয়ান ব্যাকবেঞ্চার ক্যামেরন এক সপ্তাহ আগে যিনি ছিলেন দেশটির প্রধানমন্ত্রী, একজন সাধারণ পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি এখন পার্লামেন্টে পেছন দিকের সিটে আসন গ্রহণ করেছেন। তিনি ডেভিড ক্যামেরন, ইইউর সঙ্গে সম্পর্ক ইস্যুতে গণভোটের জেরে চলতি মাসের ১৩ তারিখ তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তার স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে এখন প্রধানমন্ত্রী হয়েছেন। -স্কাই নিউজ
×