ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভ্যুত্থান পরিকল্পনা অভিযোগ প্রত্যাখ্যান সাবেক তুর্কী জেনারেলের

প্রকাশিত: ০৩:৪০, ২০ জুলাই ২০১৬

অভ্যুত্থান পরিকল্পনা অভিযোগ প্রত্যাখ্যান সাবেক তুর্কী জেনারেলের

তুরস্কে গত শুক্রবারের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির একজন সাবেক বিমানবাহিনী কমান্ডার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায় জেনারেল একিন ওজতুর্ক এবং ২৬ জন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং সোমবার তাদের রিমান্ডে পাঠিয়েছে একটি আদালত। খবর বিবিসির আইন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিবৃতিতে জেনারেল ওজতুর্ক জোর দিয়ে বলেন, আমি সেই ব্যক্তি নই যে এই অভ্যুত্থানের পরিকল্পনা করেছে কিংবা নেতৃত্ব দিয়েছে। এর আগে আনাদোলু দাবি করেছিল, জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, একটি অভ্যুত্থান ঘটানোর ব্যাপারে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আচরণ করেছিলেন। কর্মকর্তারা এই অভ্যুত্থানে অন্ততপক্ষে ২৩২ জন নিহত ও ১,৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত তুর্কী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করছেন দেশটির কর্মকর্তারা। আনাদোলু আরও দাবি করেছিল, আঙ্কারার আদালতে হাজির করার আগে জিজ্ঞাসাবাদে জেনারেল ওজতুর্ক আইন কর্মকর্তাদের বলেছেন, আমি জানি না কে এর (অভ্যুত্থান) পরিকল্পনা করেছেন বা পরিচালনা করেছেন। আমার অভিজ্ঞতা থেকে যতটুকু মনে হয়, ‘গুলেনের আন্দোলন’ এই অভ্যুত্থানচেষ্টার পেছনে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, কিন্তু আমি বলতে পারি না কে সশস্ত্র বাহিনীকে সংগঠিত করেছে এবং এটি বাস্তবায়নের পথে নিয়ে গেছে। আমার কাছে এ বিষয়ে কোন তথ্য নেই। অন্যদিকে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাজানো নাটক বলে রবিবার অভিযোগ করেছেন গুলেন। মৎস্য অধিকারকর্মী পামেলা খামারে স্যামন মাছ চাষের বিরুদ্ধে সরব হয়েছেন পামেলা এ্যান্ডারসন। কানাডিয়ান-আমেরিকান এই তারকা বেওয়াচ ছবিতে লাল সুইমস্যুট পরে এক সময় আলোড়ন তুলেছিলেন। এখন ফের সাগর ঘনিষ্ঠ ইস্যুতেই জড়িত হলেন। এই উদ্দেশে পরিবেশবাদী কর্মী ডেভিড সুজুকির সঙ্গে স্যামন মাছ বাঁচাতে ভ্যাঙ্কুভারে তৈরি করেছেন সি শেফার্ড কনজারভেশন সোসাইটি নামে একটি সংগঠন তৈরি করেছেন। - ভ্যাঙ্কুভার সান গুগলস ডিপমাইন্ড নিয়ে বিতর্ক গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে ব্রিটিশ কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপমাইন্ড প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসও (এনএইচএস) এটি ব্যবহার করেছে। দেশটির ১০ লাখের বেশি মানুষের চোখ সম্পর্কিত তথ্যভা-ার এখন গুগলের হস্তগত হয়েছে। কোন বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিগত স্বাস্থ্য তথ্যের নাগাল পাওয়া ও তার বাণিজ্যিক ব্যবহারের নৈতিকতা নিয়ে এখন বিতর্ক দেখা দিয়েছে। -এক্সপ্রেস ট্রিবিউন
×