ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ৭ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রকাশিত: ২২:৪৭, ১৯ জুলাই ২০১৬

লক্ষ্মীপুরে ৭ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

নিজস্ব সংবাদদাতা. লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে বৃক্ষরোপন অভিযান, কৃষি প্রযুক্তি উপলক্ষে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা কৃষি অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উেেদ্বাধন করেন জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এ মেলা ১৯জুলাই থেকে শুরু হয়ে ২৬জুলাই পর্যন্ত চলবে। এতে বনজ, ফলজসহ বিভিন্œ প্রজাতি গাছের চারার ২০টি বৃক্ষো স্টল খোলা হয়। এর আগে ‘জীবিকার জন্য গাছ-জীবনের জন্য গাছ’ এ শ্লোগানকে সামনে রেখে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কালেক্টরেট ভবন চত্বরে জেলা প্রশাসক একটি গাছের চারা রোপন করেন। পরে এক আলোচনা সভা বন বিভাগীয় কর্মকর্তা (নোয়াখালী) মোঃ আমির হোসাইন চৌধুরী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবৃদ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম ফারুক ভূঁইয়া, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান চৌধুরী প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন মেলায় আগত স্টলগুলো পরিদর্শন করেন।
×