ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাঘাটা উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে ভয়াবহ ভাঙন

প্রকাশিত: ২২:৩৫, ১৯ জুলাই ২০১৬

সাঘাটা উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে ভয়াবহ ভাঙন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অবিরাম বৃষ্টিতে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখনও তা বিপদ অনেক নিচে রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী ভাঙনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, ইতোমধ্যে যমুনার ভাঙনে সাঘাটার নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ১’শ ৫০টি ঘরবাড়ি এবং আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকীর মুখে পড়েছে হলদিয়া, সাঘাটা, গোবিন্দী, ভরতখালী, কামালেরপাড়া ইউনিয়নের ২শ’ বাড়িঘর, গোহাট, কালিবাড়ি মন্দির, এসকেএস ফাউন্ডেশন সংস্থার কার্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়সহ বহু স্থাপনা। ভাঙ্গন ঠেকানোর জন্য জরুরী ভিত্তিতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ করে ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা’র চরপাড়া ও সাঘাটা উপজেলার গোবিন্দী গ্রামে জিও ব্যাগ (বালির বস্তা) ফেলানোর কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙাবাড়ি, কিংকরপুর ও জালারতাইড় এলাকায় এ পর্যন্ত অর্ধশত ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। হুমকীর মুখে পড়েছে আরো ২০টি বসতভিটা এবং বাঙাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন। কামালেরপাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু মিয়া ভাঙনের কথা শিকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানান। তবে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া জানান, হলদিয়া বাজার ও গোবিন্দীর ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ডাম্পিংয়ের কাজ চলছে।
×