ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গিদের খোঁজে গাইবান্ধার সাঘাটার চরাঞ্চলে সাড়াশি অভিযান

প্রকাশিত: ২২:৩৪, ১৯ জুলাই ২০১৬

জঙ্গিদের খোঁজে গাইবান্ধার সাঘাটার চরাঞ্চলে সাড়াশি অভিযান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ জঙ্গীদের প্রশিক্ষণের আস্তানা ও জঙ্গীদের খোঁজে গাইবান্ধার সাঘাটার উপজেলার চরাঞ্চলগুলোতে সাড়াশি অভিযান শুরু করেছে র‌্যাব ও পুলিশের যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতেই মঙ্গলবার মধ্য রাত থেকেই সাঘাটার দিঘলকান্দি ও সিপি গাড়ামারা চরে এই অভিযান শুরু করা হয়। সকাল ১১টায় এ অভিযান শেষ হয়। নিরাপত্তা জনিত কারণে পুলিশ সুত্র থেকে এই অভিযান সম্পর্কে গোপনীয়তা রক্ষা করায় এ খবর লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে দক্ষিণ দীঘলকান্দির সন্দেহজনক একটি বাড়ি থেকে দুটি বিশাল রামদা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অভিযানকালে সন্দেহজনক এলাকায় প্রতিটি বাড়িতে তল্লাশী চালাচ্ছে অভিযানকারি র‌্যাব ও পুলিশ। এসময় জঙ্গী ব্যবহৃত অস্ত্র, জেহাদি বই এবং বাড়িতে দীর্ঘদিন অনুপস্থিত থাকা ব্যক্তিদের সম্পর্কেও খোঁজ খবর নেয়া হচ্ছে। এদিকে চরে অভিযান শুরুর খবর শুনেই পার্শ্ববর্তী চরগুলো থেকে ভয়ে লোকজন অন্য চরে গিয়ে আশ্রয় নিচ্ছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। জানা গেছে, বগুড়া জেলার সারিয়াকান্দির চরে ওই জেলার যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পরেই জঙ্গী ও জঙ্গী সংশ্লিষ্ট লোকদের পালিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার পার্শ্ববর্তী চরগুলোতে আশ্রয় নিতে শুরু করে। বিষয়টি গাইবান্ধা পুলিশের কাছে গোপন তথ্যের ভিত্তিতে সংবাদটি এলে বগুড়ার সারিয়াকান্দি সংলগ্ন গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণে সিপি গাড়ামারা ও দিঘলকান্দি চরে আকস্মিক অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এর নেতৃত্বে ১শ’ ২০ জন র‌্যাব ও পুলিশ দুটি চরে একই সাথে অভিযান শুরু করে। এব্যাপারে সাঘাটা থানার ওসি (তদন্ত) কাওসার হোসেন জানান, জঙ্গী প্রতিরোধে সাঘাটার চরাঞ্চলগুলোতে র‌্যাব পুলিশের এই যৌথ অভিযান চালানো হচ্ছে।
×