ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে প্রতিটি জলাশয়ে মাছ চাষের আহ্বান

প্রকাশিত: ২২:২৯, ১৯ জুলাই ২০১৬

কিশোরগঞ্জে প্রতিটি জলাশয়ে মাছ চাষের আহ্বান

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’-এ প্রতিপাদকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তরে আয়োজিত সভায় জেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে প্রতিটি জলাশয়ে মাছ চাষ করতে আহ্বান জানানো হয়। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী পরিচালক আজিবুর রহমান, খামার ব্যবস্থাপক মোস্তফা রুহুল আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের উপ-প্রকল্প পরিচালক সাঈদ আহমেদ প্রমুখ। সভায় জানানো হয়, জেলা মৎস্য অফিসের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার ভাটগাঁও গ্রামের মর্তুজ আলীর ছেলে খাইরুল ইসলাম কার্প, তেলাপিয়া, শিংসহ মিশ্র উৎপাদনে মাছ চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। এ বছর তিনি সারা দেশের মধ্যে ৫ম হয়ে রৌপ্য পদক লাভ করেছেন। যা তিনি (২০ জুলাই) ঢাকায় জাতীয়ভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করবেন। তাছাড়া ২০১৪-১৫ অর্থবছরে জেলায় মোট মাছ উৎপাদিত হয়েছে ৬৯ হাজার ৪৭২ মেট্টিক টন। চাহিদার চেয়ে মাছ উৎপাদনে উদ্বৃত্ত রয়েছে ৩ হাজার ২৪৪ মেট্টক টন। এ সময় বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সকল প্রদক্ষেপ গ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা মৎস্য আহরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য তারা লাগসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে মাছচাষে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোধ করেন। অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, সাইফউদ্দীন আহমেদ লেনিন, মাজহার মান্না প্রমুখ বক্তৃতা করেন। এ সময় মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×