ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ২২:২৭, ১৯ জুলাই ২০১৬

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় ২০১৫ সালে সাগর ও নদী থেকে ৯০ হাজার ৪শ ’ ৩৪ মেট্রিক টন ইলিশ আহরন করা হয়েছে। আহরিত এই ইলিশের পরিমান ২০১৪ সালের চেয়ে প্রায় ১৬ হাজার মেট্রিক টনের বেশী । ২০১৪ সালে ভোলা থেকে ৭০ হাজার ৯১ মেট্রিক টন ইলিশ মাছ আহরিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা মো: রেজাউল হক সাংবাদিক সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। তিনি আরো বলেন, ভোলায় ইলিশ ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছের ৪৪ হাজার ৩ শ’ ২০ মেট্রিক টন মাছের চাহিদার বিপরিতে ১ লক্ষ ৪১ হাজার ২ শ’১৭মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়। তবে জাটকা সংরক্ষনসহ অবৈধ রেনু ধ্বংস বন্ধ করা সম্ভব হলে উৎপাদিত ইলিশের পরিমান কয়েক গুন বৃদ্ধি পাবে বলে তারা আশা করছে। সাংবাদিক সম্মেলনে এ আরো উপস্থিত ছিলেন ভোলা সদর মৎস্য কর্মকর্তা পলাশ হালদার।
×